শিরোনাম
◈ লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির ◈ টেকনাফের ৩ হাজার জেলের আরাকান আর্মি আতঙ্কে মাছ ধরা বন্ধ  ◈ চলতি মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১২ হাজার কোটি টাকা ◈ গ্যাস ও সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ, অযৌক্তিক বলছেন রাজীতিবিদরা ◈ পোশাক খাতে করছাড় ও ভ্যাট অব্যাহতির দাবি বিজিএমইএর ◈ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাজধানীতে হঠাৎ আ. লীগের ঝটিকা মিছিল (ভিডিও) ◈ শার্শায় ধান ক্ষেতে পড়ে ছিলো দু'টি পাইপগান ◈ আমাদের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ : প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল ◈ নির্বাচনের জন্য এক লাখ ৭০ হাজার রিম কাগজ লাগবে, ব্যয় ৩৬ কোটি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন কি-না প্রশ্নের উত্তরে যা বললেন জেমস

শোবিজের অনেক তারকাই নাম লিখিয়েছেন রাজনীতিতে। হয়েছেন আলোচিত-সমালোচিতও। বিশেষ করে বিগত সরকার স্বৈরশাসক শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন শোবিজের একঝাঁক তারকা। সরকার পতনের পর বিপাকে পড়েছেন সেইসব শিল্পীরা।

৫ আগস্টের সরকার পতনের পর এখনও আত্মগোপনের আছেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, মমতাজ, চিত্রনায়িকা নিপুণ, সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ অনেকেই। আবার দেশে ছেড়েছেন অনেকে। আর যারা দেশে অবস্থান করছেন তাদের সময়টাও ভালো যাচ্ছে না বলা যায়। রাজনীতিতে শিল্পীদের জড়ানোর বিপক্ষে নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমস। আর তাই সবসময় নিজেকে রাজনীতির বাইরে রেখেছেন এই রকস্টার।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেমসের কাছে প্রশ্ন রাখা হয়, দেশ-বিদেশের অনেক শিল্পী রাজনীতিতে জড়িয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। কিন্তু আপনাকে সবসময় রাজনীতি থেকে দূরে দেখা গেছে, বিষয়গুলো নিয়ে কখনো কথাও বলতে চাননি। রাজনীতি নিয়ে আপনার জীবনদর্শন কী?

উত্তরে জেমস বলেন, ‘আমি একজন শিল্পী, শিল্পীরা রাজনীতিসচেতন হতে পারেন, কিন্তু তাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে মনে করি না। আর যদি রাজনীতিই করতে হয়, সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত।’

রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন কি-না জানতে চাইলে জনপ্রিয় এই ব্যান্ড তারকা বলেন, ‘ও আসেই। জীবনে অনেক এসেছে।’

সবশেষ নিজের ব্যস্ততা প্রসঙ্গে জেমস বলেন, ‘দেশে ব্যস্ততা আছে। বেশ কিছু আয়োজন আছে। আর আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় যাচ্ছি, ২ ও ৯ মে সেখানে গান শোনাব। এরপর লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি, ২০২৫ ট্যুর নিয়ে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়