শিরোনাম
◈ ইসরাইলি লক্ষ্যবস্তু ও মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিলো ইয়েমেন! ◈ ডিআইজি ও এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ◈ মরক্কোয় ক্রিশ্চিয়ানো রোনালদোর হোটেলে আগুন ◈ নিউজিল্যান্ডের কো‌চের দা‌য়িত্ব ছাড়লেন গ‌্যা‌রি স্টেড ◈ হজ ফ্লাইট শুরুর তারিখ জানাল মন্ত্রণালয় ◈ শেখ হাসিনাকে ফেরানো ও ভারতের ভিসা না দেয়া ইস্যুতে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ আইএমএফ ঋণের শর্ত শিথিলে রাজি নয়, কিস্তি ছাড়ে অনিশ্চয়তা ◈ নববর্ষ ঘিরে নিরাপত্তা 'ঝুঁকি নেই': স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে ইয়ংওয়ান চেয়ারম্যানের সাক্ষাৎ ◈ বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ উচিত হয়নি: নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা হতে চলেছি!' বিয়ের আগেই ক্রিকেটার ভিভ রিচার্ডসকে জানান অ‌ভি‌নেত্রী নীনা গুপ্তা!

স্পোর্টস ডেস্ক ; আটের দশক থেকে কেরিয়ারের শুরু। যদিও সেই সময় মূলত ছবিতেই অভিনয় করতেন নীনা গুপ্ত। ধীরে ধীরে শুরু হল টেলিভিশন চ্যানেলের পথ চলা। দূরদর্শন থেকে বেসরকারি চ্যানেলে সিরিয়ালের রমরমা। সেই সময়ের জনপ্রিয় মুখ তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই ছিল প্রচারের আলোয়। কারণ একটাই, ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম! বিয়ের আগে মা!  - জি নিউজ
নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় আজও। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের সঙ্গে প্রেম! তার পর বিয়ের আগে গর্ভবতী। একবারের জন্যও গর্ভপাতের কথা ভাবেননি তিনি। বরং সন্তানকে আকড়েই ছিলেন সব সময়।

১৯৮০ সালে ভারত সফরে এসে অভিনেত্রী নীনা গুপ্তার প্রেমে পড়েন কিংবদন্তি ভিভ রিচার্ডস। তিনিও নীনাকে বিয়ে করার আগেই বাবা হন। তাঁদের মেয়ের নাম মাশাবা। নীনা-ভিভের প্রেমের গল্প প্রায় সবারই জানা। তবে নীনার মা হওয়ার যাত্রাটা অনেকেরই অজানা। একটা সময় বিয়ের আগে মা হওয়া নিয়ে বেশ টেনশনে ছিলেন নীনা।

নীনা বলেন, মা হওয়ার খবর শুনে যে খুব আনন্দ পেয়েছিলাম তা নয়। টেনশনে ছিলাম। তবে একটা খুশির ব্যাপার মনে মনে চলছিল। কারণ ভিভকে ভালবাসতাম। ওকে জানালাম, মা হতে চলেছি। জানালাম, তুমি না চাইলেও আমি মা হতে চাই। সবটা একাই সামলে নেব।

নীনা আরও বলেন, ভিভ বলেছিল একদম যেন গর্ভপাতের কথা না ভাবি! ও আমার পাশে থাকবে বলেছিল। তবে অনেকে বলেছিল, এত কম বয়সে মা হয়ে সব দায়িত্ব সামলাতে পারব কি না! আমি তখন প্রেমে অন্ধ ছিলাম।

ভিভ কিন্তু দেশে ফিরে যান নীনাকে না নিয়েই। নীনাতে বিয়ে করেননি তিনি। স্ত্রীকে ডিভোর্স দেননি। তবে নীনার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়নি ভিভের। যদিও মেয়ে মাশাবাকে একা হাতেই মানুষ করেন নীনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়