শিরোনাম
◈ বাংলাদেশিদের ইউরোপে আশ্রয় কঠিন হলো ◈ পাকিস্তান কি বাংলাদেশের ৪.৫২ বিলিয়ন ডলার দেবে? ◈ প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু ◈ সরকারি কর্মকর্তাদের জন্য বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা ◈ ঢাকা-ওয়াশিংটন অগ্রাধিকারের মাঝে দুই দেশের মিল খুঁজে বের করবে  ◈ দুবাইতে দুই ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন, অভিযোগ পাকিস্তানির বিরুদ্ধে ◈ ডলারকে ছাড়িয়ে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুশ রুবল ◈ অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন, মোদীকে অনুরোধ মমতার! টানলেন বাংলাদেশের প্রসঙ্গ: আনন্দবাজারের রিপোর্ট ◈ ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল ◈ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি, দায়িত্বে শাহেলা পারভীন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা হতে চলেছি!' বিয়ের আগেই ক্রিকেটার ভিভ রিচার্ডসকে জানান অ‌ভি‌নেত্রী নীনা গুপ্তা!

স্পোর্টস ডেস্ক ; আটের দশক থেকে কেরিয়ারের শুরু। যদিও সেই সময় মূলত ছবিতেই অভিনয় করতেন নীনা গুপ্ত। ধীরে ধীরে শুরু হল টেলিভিশন চ্যানেলের পথ চলা। দূরদর্শন থেকে বেসরকারি চ্যানেলে সিরিয়ালের রমরমা। সেই সময়ের জনপ্রিয় মুখ তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই ছিল প্রচারের আলোয়। কারণ একটাই, ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম! বিয়ের আগে মা!  - জি নিউজ
নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় আজও। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের সঙ্গে প্রেম! তার পর বিয়ের আগে গর্ভবতী। একবারের জন্যও গর্ভপাতের কথা ভাবেননি তিনি। বরং সন্তানকে আকড়েই ছিলেন সব সময়।

১৯৮০ সালে ভারত সফরে এসে অভিনেত্রী নীনা গুপ্তার প্রেমে পড়েন কিংবদন্তি ভিভ রিচার্ডস। তিনিও নীনাকে বিয়ে করার আগেই বাবা হন। তাঁদের মেয়ের নাম মাশাবা। নীনা-ভিভের প্রেমের গল্প প্রায় সবারই জানা। তবে নীনার মা হওয়ার যাত্রাটা অনেকেরই অজানা। একটা সময় বিয়ের আগে মা হওয়া নিয়ে বেশ টেনশনে ছিলেন নীনা।

নীনা বলেন, মা হওয়ার খবর শুনে যে খুব আনন্দ পেয়েছিলাম তা নয়। টেনশনে ছিলাম। তবে একটা খুশির ব্যাপার মনে মনে চলছিল। কারণ ভিভকে ভালবাসতাম। ওকে জানালাম, মা হতে চলেছি। জানালাম, তুমি না চাইলেও আমি মা হতে চাই। সবটা একাই সামলে নেব।

নীনা আরও বলেন, ভিভ বলেছিল একদম যেন গর্ভপাতের কথা না ভাবি! ও আমার পাশে থাকবে বলেছিল। তবে অনেকে বলেছিল, এত কম বয়সে মা হয়ে সব দায়িত্ব সামলাতে পারব কি না! আমি তখন প্রেমে অন্ধ ছিলাম।

ভিভ কিন্তু দেশে ফিরে যান নীনাকে না নিয়েই। নীনাতে বিয়ে করেননি তিনি। স্ত্রীকে ডিভোর্স দেননি। তবে নীনার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়নি ভিভের। যদিও মেয়ে মাশাবাকে একা হাতেই মানুষ করেন নীনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়