শিরোনাম
◈ আমরা এমন কিছু পদক্ষেপ নেবো বাংলাদেশের রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব ◈ প্রায় ৩ লাখ কোটি টাকা আদায় অযোগ্য ঋণের পরিমাণ ◈ বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা ◈ পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির ◈ ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ ◈ ঐকমত্য কমিশনের সাথে কাল আলোচনায় বসবে এবি পার্টি ◈ ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ   ◈ রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে ভাঙচুর ◈ পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা ◈ সেই পুলিশ কনস্টেবল পাচ্ছেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা হতে চলেছি!' বিয়ের আগেই ক্রিকেটার ভিভ রিচার্ডসকে জানান অ‌ভি‌নেত্রী নীনা গুপ্তা!

স্পোর্টস ডেস্ক ; আটের দশক থেকে কেরিয়ারের শুরু। যদিও সেই সময় মূলত ছবিতেই অভিনয় করতেন নীনা গুপ্ত। ধীরে ধীরে শুরু হল টেলিভিশন চ্যানেলের পথ চলা। দূরদর্শন থেকে বেসরকারি চ্যানেলে সিরিয়ালের রমরমা। সেই সময়ের জনপ্রিয় মুখ তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই ছিল প্রচারের আলোয়। কারণ একটাই, ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম! বিয়ের আগে মা!  - জি নিউজ
নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় আজও। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের সঙ্গে প্রেম! তার পর বিয়ের আগে গর্ভবতী। একবারের জন্যও গর্ভপাতের কথা ভাবেননি তিনি। বরং সন্তানকে আকড়েই ছিলেন সব সময়।

১৯৮০ সালে ভারত সফরে এসে অভিনেত্রী নীনা গুপ্তার প্রেমে পড়েন কিংবদন্তি ভিভ রিচার্ডস। তিনিও নীনাকে বিয়ে করার আগেই বাবা হন। তাঁদের মেয়ের নাম মাশাবা। নীনা-ভিভের প্রেমের গল্প প্রায় সবারই জানা। তবে নীনার মা হওয়ার যাত্রাটা অনেকেরই অজানা। একটা সময় বিয়ের আগে মা হওয়া নিয়ে বেশ টেনশনে ছিলেন নীনা।

নীনা বলেন, মা হওয়ার খবর শুনে যে খুব আনন্দ পেয়েছিলাম তা নয়। টেনশনে ছিলাম। তবে একটা খুশির ব্যাপার মনে মনে চলছিল। কারণ ভিভকে ভালবাসতাম। ওকে জানালাম, মা হতে চলেছি। জানালাম, তুমি না চাইলেও আমি মা হতে চাই। সবটা একাই সামলে নেব।

নীনা আরও বলেন, ভিভ বলেছিল একদম যেন গর্ভপাতের কথা না ভাবি! ও আমার পাশে থাকবে বলেছিল। তবে অনেকে বলেছিল, এত কম বয়সে মা হয়ে সব দায়িত্ব সামলাতে পারব কি না! আমি তখন প্রেমে অন্ধ ছিলাম।

ভিভ কিন্তু দেশে ফিরে যান নীনাকে না নিয়েই। নীনাতে বিয়ে করেননি তিনি। স্ত্রীকে ডিভোর্স দেননি। তবে নীনার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়নি ভিভের। যদিও মেয়ে মাশাবাকে একা হাতেই মানুষ করেন নীনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়