মনিরুল ইসলাম: ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে— আজ শুক্রবার, সকাল ১১টায় রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে নির্ধারিত ভেন্যু পরিদর্শন করেছেন সংশ্লিষ্টরা। এই কনসার্টে নগরবাউলের জেমসসহ দেশের বরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের সদস্যরা ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও প্রধান সমন্বয়ক (ঢাকা টিম) সুলতান সালাউদ্দিন টুকু’র নেতৃত্বে ভেন্যু পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন— ‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির প্রমুখ।
প্রসঙ্গত, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল এই ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে।