পুনাম বাজওয়া নামের এক নারীর শর্টস পরা ছবি এডিট করে অভিনেত্রী শবনম ফারিয়ার মুখ বসিয়ে প্রচার করা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন শবনম ফারিয়া।
পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আপনার কি আমার শর্টস পরা ছবি দেখার খুব ইচ্ছা? আমি তো বিদেশ ঘুরতে গেলে শর্টস পরা ছবি আপলোড দেই! আমার সেই ছবি গুলো যথেস্ট অশালীন কিংবা রগরগে না লাগায় যদি আপনি হতাশ হোন, তাহলে ক্ষমাপ্রার্থী!’
পুনাম বাজওয়া নামের ওই নারীর ইনস্টাগ্রাম আইডির লিংক শেয়ার করে শবনম ফারিয়া লেখেন, ‘বেশ কিছুদিন ধরে ওনার এই ছবি এডিট করে আমার মুখ বসিয়ে, কে বা কারা যেন ফেসবুকে পোস্ট করে যাচ্ছে! তারা কারা কিংবা তাদের চাওয়া কি আমার জানা নাই।’
বাধ্য হয়ে বিষয়টি ফেসবুকে প্রকাশ করেছেন জানিয়ে শবনম আরও লেখেন, ‘অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অযথা আলোচনা কিংবা সংবাদে আসা আমার খুবই অপছন্দের একটি কাজ! কিন্তু মাঝে মাঝে উপায় থাকে না!’