ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা প্রতিবারের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। তবে জানা গেছে মুক্তির পরই সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে। এ ঘটনা কেন্দ্র গুলশান থানায় হাজির হয়েছিলেন সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি।
পাইরেসি নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, দেশের ১২০টা সিনেমা হলে বরবাদের শো হচ্ছে। কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা এখন বলা সম্ভব হচ্ছে না। আমরা এখন আইনিভাবে ব্যবস্থা নিচ্ছি।
এদিকে সিনেমা মুক্তির দিনই ‘বরবাদ’ টিমের পক্ষ থেকে বলা হয়, ‘বরবাদ’- বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন।
সিনেমাটি নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ‘বরবাদ’ করতে পারে। পাইরেসি বা অননুমোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইনবিরুদ্ধ নয়, এটি শিল্পের প্রতি অবজ্ঞাও।
বরবাদ টিমের পক্ষ থেকে বলা হয়, ইতোমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে, যা আমাদের চলচ্চিত্রের জন্য আশঙ্কাজনক। তাই আমরা দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। যেকোনো পাইরেসি লিংক বা ভিডিও আমাদের নজরে এলে আমরা এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, এবারের ঈদে অ্যাকশনপ্রেমীদের জন্য থাকছে বড় বাজেটের সিনেমা ‘বরবাদ’। রিভেঞ্জ থ্রিলার ঘরানার সিনেমাটির প্রধান আকর্ষণ শাকিব খান, যিনি বরাবরই ঈদের সিনেমায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তার বিপরীতে আছেন কলকাতার ঈধিকা পাল। আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।