শিরোনাম
◈ ট্রাম্পের শুল্কারোপ: রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ অসহযোগ আন্দোলনের ডাক এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড ◈ জুলাই গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: তাজুল ইসলাম ◈ বিমসটেক সম্মেলন: নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি ◈ খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম ◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ◈ তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত ◈ বাংলাদেশকে আসিয়ানে কেন যোগ দেওয়া উচিত: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন ◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ জানালেন আরবাজ

একটা সময় বলিউডের অঙ্গনে তুমুল চর্চিত বিষয় ছিল সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক। তারা পাওয়ার কাপল হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। সম্পর্ক গড়িয়েছিল বিয়ের পরিকল্পনা পর্যন্ত। কিন্তু কোথায় যেন হিসাবের গড়মিলে সে সম্পর্ক ভেঙে যায়। পুরানো সেই সম্পর্ক ভাঙা নিয়ে কথা বলেছেন সালমান খানের ভাই আরবাজ খান।

‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শুটিং থেকে প্রেম শুরু সালমান ও ঐশ্বরিয়ার। সেই প্রেম নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। ঐশ্বরিয়ার প্রেমে নাকি সেই সময়ে ডুবে ছিলেন সালমান। এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। ভেঙে যায় সেই সম্পর্ক।

কেন বিয়ের পরিকল্পনা পর্যন্ত পৌঁছে গিয়েও সম্পর্ক ভেঙে গিয়েছিল? জানিয়েছিলেন সালমানের ভাই আরবাজ খান।

অভিনেতার ভাইয়ের ভাষ্যমতে, বিয়ের জন্য নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না ঐশ্বরিয়া। সেই কারণেই নাকি সালমানের সঙ্গে সম্পর্কে চিড় ধরে।

নব্বইয়ের দশকে বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর একের পর এক ছবিতে অভিনয় করছিলেন ঐশ্বরিয়া। সেই সময়ে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ ছিলেন দর্শক। তার ক্যারিয়ারও ছিল ঊর্ধ্বমুখী। তাই তখনই বিয়ে করতে চাননি ঐশ্বরিয়া। অন্যদিকে, সালমান বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন।

আরবাজ জানিয়েছিলেন, সালমানের ভাবমূর্তি নিয়েও নাকি ঐশ্বরিয়ার পরিবারে সমস্যা ছিল। অভিনেত্রীর বাবার ধারণা ছিল, অনেক মেয়েদের সঙ্গে সালমানের ওঠাবসা একটু বেশিই। তাই সালমানকে জামাই হিসেবে মেনে নিতে আপত্তি ছিল তারও। অন্যদিকে, কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বরিয়া। সংসারে মন দিতে চাননি তখন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়