মনিরুল ইসলাম: ডিজিটাল প্লাটফর্ম আইজ অন (Eyes On) চাঁদরাতসহ এবারের ঈদে ছয়দিনব্যাপী আয়োজনে দারুন চমক রেখেছে। ছয় তারকার পডকাস্ট নিয়েই সাজানো হয়েছে প্লাটফর্মটির ঈদ আয়োজন।
ঈদের দিন ও ঈদের তৃতীয় দিন থাকছে সবচেয়ে বড় চমক। ঈদের দিন পডকাস্ট 'আমি আলমগীর' শোতে নিজের অভিনীত ছবির পরিচালকদের নিয়ে বলবেন কিংবদন্তী অভিনেতা আলমগীর। ঈদের তৃতীয় দিন আরেক কিংবদন্তী সোহেল রানা'র পডকাস্ট শো। এতে সোহেল রানা নিজ জীবনের কথা বলবেন 'আমি সোহেল রানা' শোতে।
সেলিব্রিটি পডকাস্ট 'আইজ অন স্টার ডায়েরি' শোতে উপস্থাপক সৈকত সালাহউদ্দিন এর মুখোমুখি হয়েছেন চার জনপ্রিয় তারকা। চাঁদরাতে থাকছেন সিয়াম। ঈদের দ্বিতীয় দিন বুবলী। ঈদের চতুর্থ দিন তমা মির্জা। এই তিন জনপ্রিয় চিত্রতারকার পাশাপশি আইজ অন এর ঈদ আয়োজনের শেষ দিনে থাকছেন জনপ্রিয় কন্ঠতারকা আঁখি আলমগীর।
চাঁদরাতসহ ঈদের ছয় দিনের আয়োজন প্রচার হবে প্রতিদিন রাত দশটায় আইজ অন স্টুডিও (Eyes On Studio) ইউটিউব চ্যানেল ও আইজ অন (Eyes On) পেজে।