শিরোনাম
◈ বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করো: প্রধান উপদেষ্টা ◈ এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত ◈ বাংলাদেশকে আসিয়ানে কেন যোগ দেওয়া উচিত: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন ◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ◈ এবার দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক ◈ বিমসটেক সম্মেলন: মোদির টুইটে নেই ড. ইউনূসের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ ◈ বাংলাদেশ-চীন-পাকিস্তান কূটনীতি জোরদার, পিছিয়ে ভারত ◈ মহুয়া কমিউটার ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ◈ ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা ◈ হঠাৎ উত্তপ্ত সিলেট: একদিনে আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ০৩:৩১ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি কি কাউকে অসম্মান করেছি: বর্ষা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। জানান, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই তার এমন সিদ্ধান্ত। অভিনেত্রী মনে করেন- সন্তানরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে নেবে, সেই চিন্তা থেকেই অভিনয়কে বিদায় যানাচ্ছেন তিনি। তবে হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষেই বাজবে এই বিদায় ঘণ্টা।

চিত্রনায়িকা বর্ষার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই শোবিজে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নেননি। এ কথা বলেছেন অনেকেই। এসব তর্ক-বিতর্ক এসেছে বর্ষার নজরেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষা স্পষ্ট জানিয়েছেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আর এটি নিয়ে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই।

অভিনেত্রীর কথায়, ‘সোশাল মিডিয়ায় আসলে সবকিছু বলতে নেই। আমি যেটা বলেছিলাম, সেটা একেবারে আমার ব্যক্তিগত চিন্তা এবং আমার মনের কথা। এটা আমার সিদ্ধান্ত। অথচ এ নিয়ে মানুষজন আলোচনা-সমালোচনা শুরু করেছে!’

কোনো বিতর্কের সুযোগ নেই উল্লেখ করে বর্ষা আরও বলেন, ‘আমি কি কাউকে অসম্মান করেছি এখানে? আমাদের মিডিয়াতে অনেক দম্পতি আছেন যারা একটা সময় অভিনয় ছেড়ে দিয়েছেন। মৌসুমি-ওমর সানি কিংবা নাইম-শাবনাজের মতো জুটির কথাই ধরুন। আমরা তাদের ভালোবাসি, তাদের চমৎকার সম্পর্কের প্রশংসা করি।’

সবশেষে বর্ষা বলেন, ‘আমার এই সিদ্ধান্ত নিয়ে এত সমালোচনা করার কিছু নেই। অভিনয় ছেড়ে দেওয়া একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এটা অন্য কারও বিরক্তির কারণ হওয়ার মতো কিছু নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়