শিরোনাম
◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি ◈ পিএসএল: রিশাদ ২ উইকেট পে‌লেও তার দল লাহোর কালান্দাস হে‌রে গে‌ছে  ◈ বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে টাকা, অঢেল সুযোগ! জন্মহার বৃদ্ধি করতে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের ◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ০৫:০৫ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিতের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ভাঙায় মেয়ে আজও আমাকে ক্ষমা করেনি, বললেন স্বস্তিকা

টলিউডের জনপ্রিয় জুটি জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায় একসঙ্গে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন।

টলিউডের জনপ্রিয় জুটি জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায় একসঙ্গে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তাদের জুটির সাফল্য দর্শকদের মুগ্ধ করেছিল। তবে শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও তারা ছিলেন কাছের মানুষ। ছয় বছর একসঙ্গে কাটানোর পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, বিচ্ছেদের পর তার পরিবারও বিষয়টি মেনে নিতে পারেনি। বিশেষ করে তার বোন অজপা কেঁদে ফেলেছিলেন, আর তার মেয়ে অন্বেষা মায়ের সিদ্ধান্তে অভিমান করেছিল। 

অভিনেত্রীর মেয়ে পুরো বিষয়টা কীভাবে দেখেছে সে প্রসঙ্গে স্বস্তিকা বলেন, আমার মেয়ের এখনও মত আছে আমার আর জিতের সম্পর্কে। আসলে আমরা ৬ বছর একসঙ্গে ছিলাম। ও তো আমার উপর এখনও রেগে যায়, বলে তোমার দোষ ছিল। যাই হোক না কেন, আমি কখনো ক্ষমা করব না তোমাকে।

স্বস্তিকা জানান, তার পরিবারের সদস্যরা চেয়েছিলেন তিনি ও জিৎ বিয়ে করুন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। অভিনেত্রী বলেন, “আমার মা-বোন সবসময় জিতের পক্ষ নিয়েছে। আমার মেয়ে পর্যন্ত জিতের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিল। বড় হওয়ার পর ওর মন্তব্য, ‘জিৎ খুবই সুপুরুষ, মা তুমি কী করলে।’

সাক্ষাৎকারে স্বস্তিকা আরও বলেন, তার প্রেমের সংখ্যা নিয়ে অনেক জল্পনা থাকলেও তিনি কেবল ছয়টি সম্পর্কে জড়িয়েছেন। তবে জিতের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। জিৎ পরবর্তীতে বিয়ে করলেও স্বস্তিকা নতুন সম্পর্কে জড়ালেও আর ঘর বাঁধেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়