মনিরুল ইসলাম : আগামী ১১ এপ্রিল মানিকমিয়া এভিনিউতে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে এদেশের সাংস্কৃতিক তুলে ধরা হবে। জানালেন 'সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন' এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বকপন, স্বাধীনতা কনসার্টে তরুন সমাজের কাছে দেশীয় সংস্কৃতি পরিবেশন করা হবে৷
আজ বৃহস্পতিবার দুপুরে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রাজধানীর গুলশান-১, উদয় টাওয়ারে (লেভেল-১১) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন— সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু এবং সদস্যবৃন্দ— আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী, আতিকুর রহমান রুমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও এহসান মাহমুদ।▫️