শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৩:০৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন ছবি ফাঁসের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিনেত্রী

সাইবার জালিয়াতির কবলে পড়েছেন ইরানি অভিনেত্রী এলনাজ নরৌজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়া হবে, এমনই হুমকি দিয়েছেন এক ব্যক্তি। বাধ্য হয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এলনাজ। 

ঘটনার সূত্রপাত গত ১৮ জানুয়ারি। একটি ই-মেইল আসে অভিনেত্রীর ইনবক্সে। সেই মেইলে ক্লিক করার পর থেকেই সমস্যা শুরু হয়। 

অভিনেত্রী বলেছেন, ‘এ ধরনের মেইলে আমরা সাধারণত ক্লিক করি না। কিন্তু ই-মেইলের সাবজেক্ট লাইনে আমার পাসওয়ার্ড লেখা ছিল। তাই কৌতূহলী হয়ে মেইলটি খুলে দেখতে যাই। সেখানে দেখতে পাই আমার ব্যক্তিগত ছবি জুড়ে দেওয়া রয়েছে।

মেইলে লেখা ছিল, “আমার কাছে তোমার সব ব্যক্তিগত ছবি রয়েছে। এই ছবিগুলো যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য আমাকে দ্রুত উত্তর দাও। যদি এমন না করো, তাহলে পরে আরও একটা লিঙ্ক পাঠাব। সেখানে ক্লিক করে দেখবে, সব ছবি আমি ফাঁস করে দিয়েছি।”

এর পরপরই এলনাজ সাইবার অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করে। পুরো ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করে। 

এলনাজ আরও বলেছেন, “তদন্ত থেকে বোঝাই যায়, এই মেইলে নেপথ্যে যিনি রয়েছেন, তিনি ভালো করেই জানেন কীভাবে পালিয়ে বাঁচতে হয়। ওই ব্যক্তি সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ওই অ্যাকাউন্টটি সাইবার অপরাধ দমন বিভাগ বাতিল করে দিয়েছে। কিন্তু আমার ভয় হচ্ছে, ও যদি নতুন অ্যাকাউন্ট থেকে আমার সঙ্গে যোগাযোগ করে।”

ঘটনা নিয়ে বর্তমানে বেশ ভীত অভিনেত্রী। তার কথায়, “এই ঘটনার পর থেকে আমার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতেও ভয় হচ্ছে। রাতে ঘুমনোর সময়ও চিন্তা হচ্ছে। মনোবিদের সাহায্য নিতে হয়েছে আমাকে। মনে হচ্ছে, সব সময় আমার উপর নজর রাখা হচ্ছে। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছি।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়