বাংলাদেশী সিনেমায় বলিউডের সিনেমা থেকে শুরু করে নায়ক-নায়িকাদের পোশাক ও চালচলনের কপি করার চলটা বেশ পুরোনো। কিন্তু এবার ঘটনা ঘটেছে ঠিক উল্টো।
স্বয়ং বলিউড সুপারস্টার সালমান খান কপি করলেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের পোশাক! আর এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা!
এ খবর প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল ও সংবাদ প্রতিদিন। রবিবার প্রকাশিত খবরে বলা হয়েছে, সালমান খানের ‘সিকান্দার’ ছবি সম্প্রতি মুক্তি পাওয়া ‘জোহরা জাবিন’ গানটির ভিডিওতে তার লুক এবং নাচের সঙ্গে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি নায়ক শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’র ‘ কোরবানি কোরবানি’ গানের দৃশ্যের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।
দুই গানে সালমান খান ও শাকিব খানের পোশাক ও নাচেও মিল পাওয়া গেছে বলে দাবি নেটিজেনদের। অনেক নেটিজেন বলিউডের সৃষ্টিশীলতার অভাব নিয়ে সমালোচনা করছেন। যদিও সালমান খানের ভক্তরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন।
প্রকাশিত খবরে বলা হয়, একজন নেটিজেন মন্তব্য করেছেন, “কী দিন আসল, এখন বাংলাদেশিকেও নকল করতে হচ্ছে।” অন্য একজন ব্যঙ্গ করে লিখেছেন, “বাহ! ভাইজান তো বাংলাদেশি সিনেমা অনেক দেখেন, তাই না?”
সংবাদ প্রতিদিনের খবরে ”সিকান্দার’ সালমানের বিরুদ্ধে শাকিব খানকে অনুকরণের অভিযোগ! উত্তাল নেটপাড়া” শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, শাকিব খানের পোশাকের সঙ্গে তার ‘কোরবানি কোরবানি’ গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে সালমানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই।
শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির গানের কস্টিউম সালমান খান নকল করেছেন এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন ‘প্রিয়তমা’র কস্টিউম ডিজাইনার ফারাহ দিবা। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি আলাদা কিছু করতে পারি সেই আত্মবিশ্বাস আমার আছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সিনেমায় আর্টিস্টদের পোশাক নিয়ে আলোচনা হচ্ছে বহুযুগ পর। সালমান খান ও শাকিব খানের এই বিষয়টি সোশ্যাল মিডিয়া ও নিউজে এলে আমার নজরে আসার পর অনেক ভালো লাগছে।
‘সিকান্দার’-এর পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। ছবিতে ‘ভাইজান’-এর বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা ও কাজল আগরওয়াল। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।
এর আগেও ‘সিকান্দার’ ছবির পোস্টার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ ছিল, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিসেস সিরিয়াল কিলার’ ছবির পোস্টারের নকশা হুবহু নকল করা হয়েছে। সেই পোস্টারে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে হাতে ধারালো অস্ত্র নিয়ে রাগান্বিত ভঙ্গিমায় দেখা গিয়েছিল। ‘সিকান্দার’-এর পোস্টারেও সালমানের একইরকম লুক দেখেও সমালোচনা শুরু হয়েছিল নেটপাড়ায়।
আরশাদ আদনানের প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছিল ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি ২০২৩ সালের কোরবানির ঈদে ব্লকবাস্টার হয়েছিল। শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী শাকিবের ‘প্রিয়তমা’ সাফল্য পেয়েছিল, যা বাংলা সিনেমাকে অনেকদূর এগিয়ে নিয়ে যায়।
শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। ইতোমধ্যে টিজার ও গান প্রকাশ করে তুমুল আলোচনায় রয়েছে ছবিটি।