শিরোনাম
◈ মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায় ◈ ড. ইউনূসের সঙ্গে শেহবাজ শরিফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড, প্রথমবারের মতো ছাড়াল ৩১০০ ডলার ◈ ঈদের ছুটি: অনেক এটিএম বুথেই টাকা নেই, ভোগান্তিতে গ্রাহক ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান ◈ আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ জয়পুরে মুসলিমদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানালেন হিন্দুরা! (ভিডিও) ◈ আয়কর নথিতে দেখাতে হবে ঈদ খরচ  ◈ ঈদের দিনে ফেসবুক বার্তায় যা বললেন সারজিস আলমের ◈ শোলাকিয়ায় ভাঙলো আগের সব রেকর্ড, ৬ লাখের বেশি মুসল্লির নামাজ আদায়

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৫:১৩ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি না নিয়ে গোপনে ভিডিও ধারণ: ফের মুখ খুললেন সাদিয়া আয়মান

গত বছর এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সে সময় অভিনেত্রীর 'অপ্রস্তত' অবস্থায় থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় সমালোচনা। তখন সাদিয়া দাবি করেন, তার অনুমতি না নিয়ে গোপনে ভিডিওটি ধারণ করেন এক সাংবাদিক, আর তা ছড়িয়ে দেন।

বলার বাকি থাকে না, ভিডিওটি তখন রীতিমতো অভিনেত্রীকে বিব্রতকর অবস্থায় ফেলে। সেই সাংবাদিকের নাম প্রকাশ করে শাস্তিও চান অভিনেত্রী।

এবার বিষয়টি নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েন সাদিয়া আয়মান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি। অভিনেত্রীর দাবি, তার সঙ্গে যেটা ঘটেছে তা একদমই অন্যায়।

সাদিয়ার কথায়, ‘দর্শকের কাছে একটা ভালোবাসার জায়গা হয়তো আমার জন্য আছে। তখন অনেক মিডিয়া সহকর্মীদের কাছ থেকেও সেই সহায়তা পাইনি, যতটা পেয়েছি দর্শকদের কাছ থেকে; যা ছিল অনেক বেশি।’

সাদিয়া আয়মান বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হলে কেন কথা বলব না। আর এমনটা তো এর আগে আমি ফেস করিনি। আগে অনেক জায়গায় গিয়েছি, এমনকি যেই শোতে গিয়েছিলাম, সেখানেও অনেকবার গিয়েছি- এমন কিছু ফেস করিনি বিধায় এ ভিডিওটি অপ্রত্যাশিত ছিল।’

অভিনেত্রী বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর আমি নিজেকে পজিটিভলি মোটিভেট করি যে- তারকাদের সঙ্গে এমনটা হয়, কিছুদিন পর সবাই ভুলে যাবে এই আরকি। কিন্তু এ ঘটনার চারদিন পর সেই সাংবাদিক আমার একটি ছবি স্টোরিতে দেয়, ঠিক ওইদিনই- যেদিন আমি বিষয়টি থেকে সরে আসি। তখন আমার মনে হয়েছে, আমি যে সোশ্যাল মিডিয়ায় বুলিং হচ্ছি, সেটা বোধহয় উনি মাথায় নিচ্ছেন না। এরপর আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে কথা বলাই উচিৎ।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়