শিরোনাম
◈ ঈদযাত্রায় সড়কে চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ◈ একাত্তর ও চব্বিশকে এক কাতারে আনা সমুচিত নয়: বিএনপি (ভিডিও) ◈ দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার  ◈ ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছেন: হান্নান মাসুদ ◈ স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি: সারজিস ◈ ছাত্রদল নেতার সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল, মহিলা দল নেত্রীকে অব্যাহতি ◈ মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক গ্রেফতার ◈ ভারত কেন তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে, প্রশ্ন যোগী আদিত্যনাথের

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মহসিন কবির

‘আওয়ামীপন্থি’ শিল্পীরা মহা সংকটে!

বিবিসি বাংলা প্রতিবেদন: শেখ হাসিনা সরকারের পতনের পর মহা বিপদে পড়েছেন ‘আওয়ামীপন্থি’ বিভিন্ন শিল্পীরা। কেউ দেশে আছেন কেউ বিদেশে পাড়ি জামিয়েছেন। দেশে যারা আছেন তাদের তেমন কাজ নেই এবং মিডিয়ার তেমন দেখা যায় না। 

চিত্র নায়ক ফেরদৌস আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গত বছর। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন তিনি। গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে খোঁজ নেই তার। অথচ তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। বিবিসির প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে। 

গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের শাসনামলে বিনোদন অঙ্গনের অনেক শিল্পীই নিজেদের নাম লিখিয়েছিলেন ওই দলে। দলীয় পরিচয়ে তারা বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ-সুবিধা, পেয়েছিলেন দলীয় পদ-পদবিও।

অনেকেই আওয়ামী লীগের আমলে বির্তকিত তিনটি নির্বাচনি প্রচারণায়ও অংশ নেন। ফেরদৌসের মতো বেশ কয়েকজন শিল্পী সরাসরি অংশও নেন জাতীয় নির্বাচনে। আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত আসনের এমপিও হয়েছেন কয়েকজন।

গত পাঁচই অগাস্ট পরিবর্তিত পরিস্থিতির কারণে তাদের অনেকেই এখন বলতে গেলে একঘরে হয়ে পড়েছেন। পেশাগতভাগে কোণঠাসা হয়ে পড়ার অভিযোগ তাদের।

যদিও পুরো বিনোদন অঙ্গনেই এখন কাজ কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অনেকে। এ কারণে কলাকুশলীদের একটি অংশ ভিন্ন পেশায় চলে গেছেন বলেও জানা গেছে।

ফেরদৌসের দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অভিনেতা রিয়াজ আহমেদ। দুজন বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফেরদৌসের মতো খোঁজ নেই রিয়াজেরও। ফোন কিংবা সামাজিক মাধ্যমেও উপস্থিতি নেই তার।

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ছিলেন আওয়ামী সরকারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। সংগীত শিল্পী মমতাজও ছিলেন সংসদ সদস্য। বর্তমান সময়ে বিনোদন মাধ্যমে কাজের অবস্থা নিয়ে বেশ কয়েকবার অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি। বন্ধ রয়েছে গায়িকা মমতাজের মোবাইল ফোনও।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুন আক্তার প্রকাশ্যে আসছেন না পাঁচই অগাস্টের পর থেকে। যদিও বিগত বছরগুলোয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার পক্ষে আওয়ামী লীগের প্রথম সারির এক নেতার প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

সেটি নিয়ে ওই সময়ও সমালোচনার স্বীকার হয়েছেন এই অভিনেত্রী। আওয়ামী সরকারের পতনের পর সেটি আরও প্রকাশ্যে আসে।

'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি প্রতীকী অর্থে এক টাকা সম্মানি নেন ওই সিনেমার জন্য।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়, শেখ হাসিনা সরকারের তরফ থেকে রাজধানীর পূর্বাচলে তাকে ১০ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার পতনের পর ওই প্লট বাতিলের আলোচনা ছড়িয়ে পড়লেও বিবিসি বাংলার পক্ষ থেকে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অগাস্টের পর থেকে তাকে নতুন কোনো কাজের খবর দিতে দেখা যায়নি। দেশে নতুন কোনো চলচ্চিত্র বা সিনেমায়ও দেখা যায়নি শুভকে। তবে তার অভিনয় করা বেশ কয়েকটি চলচ্চিত্র আছে মুক্তির অপেক্ষায়। আরিফিন শুভ জানিয়েছেন, বর্তমানে ভারতে একটি ওটিটি প্ল্যাটফর্মের কাজে ব্যস্ত রয়েছেন।

ওই একই সিনেমা, 'মুজিব: একটি জাতির রূপকার'-এ অভিনয়ের জন্য পাঁচই অগাস্টের পর সমালোচনার শিকার হন অভিনেতা চঞ্চল চৌধুরীও। তবে তিনি সামাজিক মাধ্যমে মাঝেমধ্যে পোস্ট করেন। একটি সূত্র থেকে জানা গেছে, পাঁচই অগাস্টের পর তিনি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট ও দু-একটি নাটকে অভিনয় করেছেন।

শিল্পীদের কাজ কমে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর বলেন, 'কাজ কমে গেছে বিষয়টা সঠিক নয়, সামগ্রিকভাবে কাজের সুযোগই কমে গেছে। আর কেউ যদি দেশের বাইরে চলে যায় সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।'

এখন বাংলাদেশের চলচ্চিত্র মূলত ঈদকেন্দ্রিক হয়ে গেছে উল্লেখ করে মিশা সওদাগর বলেন, 'আমি যেহুতু বাণিজ্যিক সিনেমার শিল্পী, তাই বলতে পারছি বাণিজ্যিক সিনেমা হয়ে গেছে ঈদকেন্দ্রিক। সারা বছর জুড়ে কাজ কম হচ্ছে।'

আলো আসবেই গ্রুপে থাকা শিল্পীদের মধ্যে সরকার পতনের পর কানাডায় পাড়ি জমান শিল্পী অরুণা বিশ্বাস। আমেরিকায় অবস্থান করছেন অভিনেতা জায়েদ খান, সায়মন সাদিক, সাজু খাদেমসহ অনেকেই।

এই গ্রুপে যুক্ত ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। তবে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পাঁচই অগাস্টের পর তাকে শিল্পকলা থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠে।

বর্তমানে অভিনেত্রী হিসেবে কাজ কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'শিল্পী তো শিল্পীই। তার আবার আওয়ামী সমর্থিত, আর বিএনপি বা জাতীয় পার্টি সমর্থিত কী? একজন শিল্পী তার দেশের। তবে হ্যাঁ, সব মানুষেরই ব্যক্তিগত রাজনৈতিক দর্শন থাকতে পারে। সেটার সাথে তার শিল্পী সত্তা সাংঘর্ষিক না।একটা দেশে ভিন্ন মত থাকবে, ভিন্ন ধর্ম থাকবে, ভিন্ন রাজনীতি থাকবে এবং সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

শাহরিয়ার নাজিম জয় বলেচেন, আওয়ামী লীগ সমর্থিত শিল্পীদের কাজের সুযোগ কমেছে বা কমবে বলে আমি মনে করি না। সামগ্রিকভাবেই কাজ একটু কম হচ্ছে। তবে কিছু কিছু শিল্পী রাজনৈতিকভাবে এতটাই সক্রিয় ছিল যে তারা দর্শক থেকে অনেক দূরে সরে গেছে এবং খুবই বিতর্কিত হয়ে পড়েছে।

তিনি আরও যুক্ত করে বলেন, এমতাবস্থায় নির্মাতা এবং নির্মাণ প্রতিষ্ঠান সেই সব শিল্পীদের নিয়ে কাজ করতে দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গেছেন। অন্যদিকে গুণী গুণী শিল্পীরা অনেকেই এই তালিকায় আছেন, তাদের ছাড়া এই ইন্ডাস্ট্রি আরও থমকে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়