ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা আর অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার। বিভিন্ন সময় নিজের বক্তব্যের জন্যও আলোচনায় আসেন এ নায়িকা। যেমনটা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজকদের সঙ্গে নায়িকাদের প্রেমের বিষয়ে মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে এ নায়িকা বলেন, ‘বিগ বাজেটের দুইটি ছবি সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি। আমার সিনেমার যখন নিউজ হবে প্রযোজককে বলেছি যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।’
মিষ্টি জান্নাত অভিযোগ করে বলেন, ‘আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি এসে নায়িকা পরিবর্তন হয়ে গেছে, আমি থাকি সাথে আরেকজন নায়িকা থাকে। যেকোনো ভাবে দেখা যায়, আমি যে ছবিতে ছিলাম এতো বছর ধরে থাকি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় যে ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়।’
উল্লেখ্য, প্রেম প্রসঙ্গে কথা বললেও মিষ্টি জান্নাত কোনো প্রযোজক বা নায়িকাদের নাম উল্লেখ করেননি। উৎস: নিউজ২৪