শিরোনাম
◈ ভারত কেন তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে, প্রশ্ন যোগী আদিত্যনাথের ◈ অপহৃত আ. লীগ নেতাকে উদ্ধার, জাতীয় নাগরিক কমিটির সদস্যসহ আটক ৫ ◈ বাংলাদেশের হামজাকে নিয়ে উন্মাদনায় ভারতীয় সমর্থকরা ◈ সৌদি আরবে ৫ লাখ রিয়ালের ক্রিকেট টুর্নামেন্ট, আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা ◈ অতিকথন মোটেও ভালো নয়, আপনি সীমা লঙ্ঘন করেছেন : হাসনাতকে জিল্লুর রহমান (ভিডিও) ◈ বাফুফেকে অনুসরণ করতে চায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ◈ ক্রিকেটারদের অভিযোগে আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে ইরফান পাঠান বাদ ◈ হাসনাতের বক্তব্য “অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার”: নেত্র নিউজকে সেনাসদর ◈ ইরানের পারমাণবিক আলোচনায় চীন ও রাশিয়াকে উপস্থিত থাকতে হবে, ফ্রান্সই সন্ত্রাসী বিস্তারের প্রধান হাতিয়ার: ক্রেমলিন ◈ টাঙ্গাইলে গুলি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০২:১১ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার ছেলে আমার উত্তরাধিকারী নয়: অমিতাভ বচ্চন

বচ্চন পরিবারে সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের নাকি কড়া শাসনে বড় করেছেন জয়া বচ্চন। যদিও বাবা অমিতাভ বচ্চন নাকি ছেলে-মেয়েদের সঙ্গে অনেক সহজ ভাবে মেলামেশা করেন। 

আর মেয়ে শ্বেতা যে বাবার চোখের মণি, বড় আদরের, তা বিভিন্ন সময় ব্যক্ত করেছেন তারকা। এমনিতেই বচ্চন পরিবারের অন্দরে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চনের সমীকরণ নিয়ে নানা মত রয়েছে। 

এবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছেলে অভিষেক বচ্চনকে উত্তরাধিকার মানতে নারাজ অমিতাভ। নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অমিতাভ লিখেছিলেন, ‘আমার ছেলে, ছেলে হওয়া সত্ত্বেও আমার উত্তরসূরি হবে না। যে আমার উত্তরসূরি হবে সে আমার পুত্র হবে। আমার বাবা এই কথাই বলতেন। আর অভিষেক সেই কথা পূরণ করছে।’ 

অভিনেতার এমন পোস্ট দেখে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। সকলেই প্রায় অবাক হঠাৎ এমন হেঁয়ালিপূর্ণ পোস্ট করলেন কেন অমিতাভ? কমেন্ট বক্সে কেউ লিখেছেন ‘আপনি কি দয়া করে এটি ব্যাখ্যা করতে পারেন?’

অন্য একজন লিখেছেন, ‘আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে অভিষেকের যদি ‘বচ্চন’ ট্যাগ না থাকত, তা হলে সে তার চেয়ে অনেক বেশি সফল হত।’ যদিও অনুরাগীদের কৌতূহল নিরসন করেননি অমিতাভ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়