শিরোনাম
◈ পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭ ◈ ঢাকা-বেইজিং এক চুক্তি, ৮ সমঝোতা ◈ শত কোটির সরকারি ফান্ড থেকে ৯৬ কোটি টাকা খরচ : স্নিগ্ধ ◈ বিতর্কের মুখে আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল ◈ চট্টগ্রামে আক্রোশ, অন্তঃকোন্দল, দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার একের পর এক খুন আহত প্রায় ২ হাজার! ◈ চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা ◈ বছরের প্রথম সূর্যগ্রহণ আসছে ২৯ মার্চ ◈ চাঁদ দেখা কমিটির সভা রবিবার ◈ অশালীন আচরণের অভিযোগে এমবাপ্পে-ভিনিসুসদের বিরুদ্ধে তদন্ত ◈ আর একদিন পর সাঙ্গ হবে শেখ জায়েদ গ্রান্ড মসজিদের বিশ্বের অন্যতম বৃহত্তম ইফতার সম্মিলন

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০২:৩৮ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী শবনব ফারিয়াকে নিয়ে অশালীন মন্তব্যের বিষয়ে তদন্ত শুরু

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শবনব ফারিয়ার একটি ভিডিও ক্লিপে নিজেদের একজন কর্মীর করা অশালীন মন্তব্যের ব্যাপারে তদন্ত শুরু করেছে সাজেদা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, “আমাদের সুরক্ষা কমিটি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং আমাদের নীতি অনুসারে [এ ব্যাপারে] যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এতে বলা হয়েছে, “সাজেদা’র একজন কর্মী - জনাব রাকিবুল হাসান - ১৮ মার্চ বাংলাদেশী অভিনেত্রী শবনম ফারিয়ার এক ফেসবুক পোস্টে যে মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। অফিস চলাকালীন বা অফিসের বাইরে, যেখান থেকেই করা হোক না কেন এই ধরনের আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।“

বিবৃতিতে আরও বলা হয়েছে, “সাজেদা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে সবার জন্য সুস্বাস্থ্য, আনন্দময় ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে। আমাদের লক্ষ্যের মূলে রয়েছে মানবিক মর্যাদা সমুন্নত রাখার বিষয় এবং আমাদের কাজের প্রতিটি ক্ষেত্রেই সেটি প্রতিফলিত হয়। আমরা আশা করি, আমাদের সকল কর্মী এই মূল্যবোধগুলো ধারণ করবেন এবং প্রদর্শন করবেন।”

প্রসঙ্গত, ক্রিকেটারদের সঙ্গে একটি অনুষ্ঠানে ধারণ করা অভিনেত্রীর ভিডিও ক্লিপে দেখা যায়, তিনি হাসতে হাসতে বলছেন, “তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।” ভিডিওর নিচে মন্তব্যটি করেন রাকিবুল হাসান।

এদিকে, শবনম ফারিয়া বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে সাজেদা ফাউন্ডেশনের পদক্ষেপের প্রশংসা করেছেন। পোস্টে প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত বিবৃতি জুড়ে দিয়ে তিনি লিখেছেন, "এই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার জন্য এবং মানুষের মর্যাদা ও সম্মানের প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষার রাখার জন্য আমি সাজেদা ফাউন্ডেশনের প্রশংসা করি। তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া একটি শক্তিশালী বার্তা দেয় যে, এই ধরনের আচরণের পরিণতি ভাল হতে পারে না, তা যেখানেই ঘটুক না কেন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়