অপেক্ষার প্রহর ফুরানোর পর মুক্তি পেল শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ সিনোমর প্রথম গান ‘দ্বিধা’।
ছুটির দিন শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টায় রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি।
‘কখনো রোদ তুমি, কখনো জোৎস্না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?’-এমনই রোমান্টিক কথার গানে পর্দায় রোমান্স করতে দেখা গেল শাকিব ও ইধিকাকে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার নতুন গানটির কথা লিখেছেন ইনামুল তাহসীন। গানটি কম্পোজ করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। কোরিওগ্রাফিতে ছিলেন আদিল শেখ।
অ্যাকশন আর রোমান্টিক ঘরানার এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব ও ইধিকা। ‘তুফান’ সিনেমার পর এ সিনেমাতেও গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও কলকাতার যীশু সেনগুপ্তকে।
শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বরবাদ’। আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।