শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৮ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইতে ভারত-পাকিস্তানের খেলায় উর্বশীর গালে হঠাৎ চুম্বন!(ভিডিও)

‘ডাকু মহারাজ’ ছবির জন্য বার বার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এ বার নেটপ্রভাবী ওরি তথা অরহান অবত্রমানির তরফ থেকে চুম্বন প্রাপ্তি হল অভিনেত্রীর। ফের বিতর্কে জড়ালেন তিনি।

নিজের ছবি ‘ডাকু মহারাজ’ নিয়ে বার বার আত্মপ্রচারে মেতেছেন তিনি। শুধু ছবিই নয়। যে কোনও সাক্ষাৎকারে নিজের ব্যাপারে বড় করে বলা তাঁর স্বভাব। এমনই দাবি নিন্দকদের। এই কারণে তাঁর দিকে ধেয়ে এসেছে নানা রকমের তির্যক মন্তব্য। তবে নিজের ছবির গান ‘দাবিড়ি দিবিড়ি’ শুনলে মুহূর্তে নেচে ওঠেন তিনি। সেই একই কাণ্ড ঘটল ভারত-পাকিস্তানের খেলায়।

দুবাইতে ভারত-পাকিস্তানের খেলা দেখতে পৌঁছেছিলেন দু’জনই। খেলা চলাকালীনই গ্যালারিতে ‘দাবিড়ি দিবিড়ি’ গানে নাচতে থাকেন ওরি ও উর্বশী। নাচ শেষ হতেই ওরি জড়িয়ে ধরেন উর্বশীকে এবং তার পরে অভিনেত্রীর গালে চুম্বনও করেন নেটপ্রভাবী। চমকে ওঠেন উর্বশী। এই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওরি নিজেই সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “প্রথম ভারতীয় আমরাই, যারা ভারত-পাকিস্তানের খেলায় নাচল।” ওরির এই মন্তব্যও উর্বশীকে খোঁচা দিয়েই। উর্বশী একাধিক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বলতে গিয়ে ‘আমিই প্রথম ভারতীয়’, বা ‘আমিই প্রথম মহিলা’— এই ধরনের মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলির জন্যই উর্বশীকে খোঁচা দিয়েছেন ওরি, মনে করছেন নেটাগরিকেরা।

ভিডিওতে উর্বশীকে দেখা যাচ্ছে উজ্জ্বল গোলাপি রঙের একটি লম্বা পোশাক। অন্য দিকে ওরির পরনে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও ঢিলেঢালা জ্যাকেট। ভারত-পাক খেলা চলাকালীন গ্যালারিতে বসে নিজের ৩১তম জন্মদিনও পালন করেন উর্বশী। ২৫ ফেব্রুয়ারি জন্মদিনের কেকও কাটেন অভিনেত্রী। সেই ভিডিও নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়