শিরোনাম
◈ সাত বছর পর  বর্ধিত সভায় যে বার্তা দেবে বিএনপি ◈ সন্ত্রাসী যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান ◈ আমেরিকার নাগরিকত্বের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার ◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা  ◈ ‘বঞ্চিত’ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সমাধান না হলে ‘ঢাকা ব্লকেড’

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৮ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইতে ভারত-পাকিস্তানের খেলায় উর্বশীর গালে হঠাৎ চুম্বন!(ভিডিও)

‘ডাকু মহারাজ’ ছবির জন্য বার বার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এ বার নেটপ্রভাবী ওরি তথা অরহান অবত্রমানির তরফ থেকে চুম্বন প্রাপ্তি হল অভিনেত্রীর। ফের বিতর্কে জড়ালেন তিনি।

নিজের ছবি ‘ডাকু মহারাজ’ নিয়ে বার বার আত্মপ্রচারে মেতেছেন তিনি। শুধু ছবিই নয়। যে কোনও সাক্ষাৎকারে নিজের ব্যাপারে বড় করে বলা তাঁর স্বভাব। এমনই দাবি নিন্দকদের। এই কারণে তাঁর দিকে ধেয়ে এসেছে নানা রকমের তির্যক মন্তব্য। তবে নিজের ছবির গান ‘দাবিড়ি দিবিড়ি’ শুনলে মুহূর্তে নেচে ওঠেন তিনি। সেই একই কাণ্ড ঘটল ভারত-পাকিস্তানের খেলায়।

দুবাইতে ভারত-পাকিস্তানের খেলা দেখতে পৌঁছেছিলেন দু’জনই। খেলা চলাকালীনই গ্যালারিতে ‘দাবিড়ি দিবিড়ি’ গানে নাচতে থাকেন ওরি ও উর্বশী। নাচ শেষ হতেই ওরি জড়িয়ে ধরেন উর্বশীকে এবং তার পরে অভিনেত্রীর গালে চুম্বনও করেন নেটপ্রভাবী। চমকে ওঠেন উর্বশী। এই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওরি নিজেই সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “প্রথম ভারতীয় আমরাই, যারা ভারত-পাকিস্তানের খেলায় নাচল।” ওরির এই মন্তব্যও উর্বশীকে খোঁচা দিয়েই। উর্বশী একাধিক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বলতে গিয়ে ‘আমিই প্রথম ভারতীয়’, বা ‘আমিই প্রথম মহিলা’— এই ধরনের মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলির জন্যই উর্বশীকে খোঁচা দিয়েছেন ওরি, মনে করছেন নেটাগরিকেরা।

ভিডিওতে উর্বশীকে দেখা যাচ্ছে উজ্জ্বল গোলাপি রঙের একটি লম্বা পোশাক। অন্য দিকে ওরির পরনে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও ঢিলেঢালা জ্যাকেট। ভারত-পাক খেলা চলাকালীন গ্যালারিতে বসে নিজের ৩১তম জন্মদিনও পালন করেন উর্বশী। ২৫ ফেব্রুয়ারি জন্মদিনের কেকও কাটেন অভিনেত্রী। সেই ভিডিও নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়