শিরোনাম
◈ গ্যাসের মূল্যবৃদ্ধিতে বিপর্যয়ে পড়বে শিল্প খাত! ◈ যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপল ◈ অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ◈ ৮২ পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি ◈ বিডিআর হত্যার বিচারের নামে প্রহসন করা হয়েছে: মির্জা আব্বাস ◈ পরবর্তী তথ্য উপদেষ্টা কে হচ্ছেন? আলোচনায় যার নাম ◈ নিরপেক্ষ ও শক্ত হাতে সরকার পরিচালনা করুন : মির্জা ফখরুল (ভিডিও) ◈ কিছু কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ: গভর্নর ◈ মালদ্বীপে বসবাসরত ‘কাগজপত্রহীন’ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ প্রধান উপদেষ্টার ◈ ভারতীয় সাংবাদিকের চোখে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৪৫ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়ার গুঞ্জন, ভাঙতে যাচ্ছে গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার!

দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবন বলিউড তারকা গোবিন্দ ও সুনীতা আহুজার। প্রথম জীবনে অবশ্য গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে! তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত। তার পর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। 

এত বছরের দাম্পত্য জীবন এবার ভাঙনের খবরে। একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা।  দুই সন্তানকে নিয়ে আলাদা বাসা থাকছেন বলে সম্প্রতি জানিয়েছেন সুনীতা। তাদের ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা এ সব কথা জানানোর পর থেকেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু।  দীর্ঘ দিন বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবেই পরিচিত ছিলেন তারা। শোনা যাচ্ছে, এই বয়সে পরকীয়া জড়িয়েছেন নায়ক! প্রায় অর্ধেক বয়সি মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ- সুনীতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে অভিনেতার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এমন ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনীতা। এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।’’ 

সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোনও রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। সুনীতার কথায়, ‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়