প্রেম ও বিয়ে নিয়ে শুরু থেকেই নিশ্চুপ ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভালোবাসার মানুষ নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করছেন এই অভিনেত্রী। গতকাল রবিবার মধুমতি মডেল টাউনে অনুষ্ঠিত হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। আজ সোমবার একই ভেন্যুতে হবে বিয়ের আনুষ্ঠানিকতাও।
শুরু থেকে নিশ্চুপ থাকলেও অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন মেহজাবীন। আজ ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘ভাঙা দাঁত ও সুন্দর হাসিমাখা একটি ছেলে আমার সাথে দেখা করতে আসে। আমি তখন শুটিং হাউসের ছাদে দাঁড়ানো। রাস্তা থেকে আমার দিকে হাত নাড়াচ্ছিল। আমরা ১৫ মিনিটের মতো কথা বলি, হাত মেলাই, এরপর সে চলে যায়। তখনই মনে হচ্ছে আমার হৃদয়ের কোনো টুকরো তার সাথে চলে গেছে। আমি বুঝে যাই-সত্যিই প্রেমে পড়েছে আমি।’
তিনি আরও লিখেছেন, ‘সেই ঘটনার ১৩ বছর পেরিয়ে গেছে। আমরা এখনো আছি। নিজেদের সাফল্য ও ব্যর্থতা একসঙ্গে ভাগাভাগি করছি। বলা হয়ে থাকে যে সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন টিকে যায়। আমরা প্রায় দ্বিগুণ করে ফেলেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমরা সেই বন্ধনকে সিলবদ্ধ করেছি। সারাজীবন হাতে হাত ধরে চলার শপথ নিয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে গ্রহণ করেছি।’
সবার কাছে দোয়া চেয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের নতুন এই যাত্রায় আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনা চাই যেন সামনের দিনগুলো আমরা একসঙ্গে সুখে কাটাতে পারি।’
এদিকে, রাজীব-মেহজাবীনের গায়ে হলুদের অনুষ্ঠানে কঠোর গোপনীয়তা নিশ্চিত করা হয়। গতকাল বেলা ১১টার পর থেকে সেখানে বর-কনের পাশাপাশি পরিবারের লোকজনও যাওয়া শুরু করেন। বিনোদন অঙ্গনের মধ্যে আমন্ত্রিত ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামুল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমানসহ অনেকে।
গায়ে হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিকজন জানান, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।
অতিথিরা জানান, মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে আক্দ, গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করবেন। এরপর অতিথিরা তাদের ছবি পোস্ট করার সুযোগ পাবেন। এর আগে কারও ছবি পোস্ট করার অনুমতি নেই।
জানা গেছে, গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত ছিলেন।