শিরোনাম
◈ এখনো পদত্যাগ করিনি: নাহিদ ইসলাম ◈ অন্তবর্তীকালীন সরকার তাদের লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ' : তারেক রহমান ◈ দিবস ঘোষণা, ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি? ◈ ভোলায় রপ্তানি প্রক্রিয়া জোন স্থাপন করা হবে : প্রধান উপদেষ্টা ◈ ‘দেশে প্রতিবছর ১ লাখ কোটি টাকা জাকাত আদায় সম্ভব’ ◈ পাকিস্তানের ভাগ্যটা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত! ◈ বিনিয়োগ সম্প্রসারণে আরব আমিরাতকে পাশে চায় ঢাকা চেম্বার ◈ দিনমজুরের সন্তান অয়ন্ত বালা বাংলাদেশ নারী ফুটবল দলে সুযোগ পেলো ◈ জলাবদ্ধতা নিরসনে ঢাকার ১৯টি খাল সংস্কার করা হবে: উপদেষ্টা ◈ ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চাই না : জয়শঙ্কর

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এফডিসির নতুন এমডির নিয়োগ বাতিলের দাবিতে এফডিসির সামনে  ব্লকড কর্মসূচি পালন

মনিরুল ইসলাম: বিএফডিসির  নতুন এমডি  মাসুমা রহমান তানির নিয়োগ বাতিলের দাবিতে আজ  রোববার বেলা ১১টার দিকে এফডিসির সামনে প্রতিবাদ সভার আয়োজন করে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’।  এসময় এফডিসির ভেতরে  আসা- যাওয়া বন্ধ  থাকে। অনেকে এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে অবস্থান নেন।

এদিন দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার জন্য প্রতীকী এফডিসি ব্লকড কর্মসূচি পালন করেন তারা। 

এ সভায়  বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, কারো ভুল সিদ্ধান্তের দায় রাষ্ট্র বা জনগণ নিতে পারে না, চব্বিশের রক্ত বৃথা যাবে না। রক্ত ভেজা বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট বা তার দোসরদের স্থান নেই। ভুল সিদ্ধান্তে ভুল মানুষকে এমডি নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। যোগ্য ও চলচ্চিত্র বান্ধব কাউকে এমডি নিয়োগ করতে হবে। 

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির আহ্বায়ক চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে  আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস আহ্বায়ক হেলাল খান, জাসাস সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন মিলন, জয়নাল আবেদিন, শাওন আশরাফ, শফিকুল ইসলাম, জিসাস নেত্রী হেনা, অভিনেত্রী কেয়া চৌধুরী, শারমিন সুলতানা, নজরুল ইসলাম, জাহিদ, আজিজ প্রমুখ।

গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর ব্যবস্থাপনা পরিচালক পদে মাসুমা রহমান তানিকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। তিনি সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়