শিরোনাম
◈ ৩০০ কোটি রুপির অফার ফিরিয়ে দিলেন বিরাট কোহলি ◈ ইংরেজিতে অদক্ষতা নিয়ে কটাক্ষ, কড়া জবাব রিজওয়ানের! ◈ সিঙ্গাপুর থে‌কে দেশে ফিরেই মিরপুর স্টে‌ডিয়া‌মে তামিম ইকবাল ◈ মার্চ ফর গাজা: ফিলিস্তিনের পতাকায় ছেয়ে গেছে পুরো ঢাকা (ভিডিও) ◈ বিপ্লব থেকে সংস্কার: নতুন বাংলাদেশে বিএনপির চরম যুদ্ধ ◈ আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা আল-কুদস: আজহারী ◈ ‌লিভারপুল তারকা সালাহ সৌদি আর‌বের ৫০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দি‌লেন  ◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই

ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটি পোস্টে অপূর্ব বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে অপূর্ব লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

এছাড়া নির্মাতা ইমরাউল রাফাত ফেসবুকে অন্য একটি পোস্টে লিখেছেন, ‘আমার ভাই শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে রাত সাড়ে ৩টায় সে ইন্তেকাল করেছে।’

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন সানী।

২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। নাটকটি প্রচারের পর দর্শকমহলে প্রশংসা পান এই তরুণ অভিনেতা। নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে শাহবাজ সানীর মৃত্যু হয়েছে বলে অভিনেতার সহকর্মীরা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়