শিরোনাম
◈ ৩০০ কোটি রুপির অফার ফিরিয়ে দিলেন বিরাট কোহলি ◈ ইংরেজিতে অদক্ষতা নিয়ে কটাক্ষ, কড়া জবাব রিজওয়ানের! ◈ সিঙ্গাপুর থে‌কে দেশে ফিরেই মিরপুর স্টে‌ডিয়া‌মে তামিম ইকবাল ◈ মার্চ ফর গাজা: ফিলিস্তিনের পতাকায় ছেয়ে গেছে পুরো ঢাকা (ভিডিও) ◈ বিপ্লব থেকে সংস্কার: নতুন বাংলাদেশে বিএনপির চরম যুদ্ধ ◈ আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা আল-কুদস: আজহারী ◈ ‌লিভারপুল তারকা সালাহ সৌদি আর‌বের ৫০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দি‌লেন  ◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেটব্যথা নিয়ে হাসপাতালে শাকিরা, স্থগিত পেরুর কনসার্ট

পাকস্থলির জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। শারীরিক অসুস্থতার কারণে পেরুর নির্ধারিত কনসার্ট স্থগিত করতে বাধ্য হন তিনি।  

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তীব্র পেটব্যথা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন ৪৮ বছর বয়সী শাকিরা। অসুস্থতার কারণে রোববার (১৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য কনসার্ট স্থগিত করা হয়েছে।  

নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ জানান শাকিরা। রোববার সকালে এক পোস্টে তিনি লেখেন— 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে হঠাৎ পেটব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।' 

শাকিরা আরও জানান, বর্তমানে তিনি পারফর্ম করার মতো অবস্থায় নেই। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে দ্রুত সুস্থ হয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাসপাতাল ছাড়ার আশা প্রকাশ করেছেন তিনি।  

কনসার্ট আয়োজক ও ভক্তদের আশ্বস্ত করে শাকিরা জানিয়েছেন, তিনি দ্রুতই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করবেন।  

পেরুর ভক্তদের উদ্দেশে তিনি লেখেন— 'তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টি বুঝতে পারার জন্য ধন্যবাদ।'  

পাকস্থলির জটিলতার কারণে শাকিরার পেরু সফর আপাতত স্থগিত হলেও, দ্রুত সুস্থ হয়ে তিনি মঞ্চে ফিরতে চান। ভক্তরা এখন তার সুস্থতার অপেক্ষায় আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়