শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০১ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যার জীবনের ঘটনা, তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার বলার কিছুই থাকতে পারে না: মিথিলা

চলতি বছরের শুরুতেই সুখবর দেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। জানান, আবার সংসারী হচ্ছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

এদিকে, ভালোবেসে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ে করে তাহসান। আর ২০১৩ সালে তাদের ঘর আলোকিত করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। বনিবনা না হওয়ায় তারা দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ২০১৭ সালে। এরপর ২০১৯ সালে মিথিলা নতুন করে ঘর বাঁধেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। আর তাহসান ছিলেন একা।

গায়কের বিয়ে নিয়ে শুরু থেকেই নিশ্চুপ আছেন মিথিলা। প্রশ্ন করা হলেও এড়িয়ে যাচ্ছেন বিষয়টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, ‘বিয়ে নিয়ে কিছুই বলার নেই আমার। আর এ নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়। এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় নয় যে, আমি কথা বলব। যার জীবনের ঘটনা, তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার বলার কিছুই থাকতে পারে না।’

এর আগে, এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, ‘বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’ অভিনেত্রীর মতে, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে।

মিথিলা বলেছিলেন, ‘তাহসান আর আমি দুজন লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো সন্তানের ক্ষতি হবে। এজন্য তাহসানের সঙ্গে আমার এখনো বন্ধুত্ব রয়েছে। প্রায়ই মেয়েকে নিয়ে আমাদের কথা হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়