শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে ফ্লোরিডাতে পারফর্ম করেছি: জায়েদ খান

আমেরিকান নারীদের সঙ্গে জায়েদ খান। ছবি: জায়েদ খানের সৌজন্যে

দেশে কিংবা দেশের বাইরে, জায়েদ খান যেখানেই যান সেখানেই একটা আলাদা পরিবেশ তৈরি করে ফেলেন। গান হোক, নাচ বা ডিগবাজি—পুরো আলো নিজের দিকে নিয়ে নেন।

এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত  ‘একতারা বসন্ত উৎসব’-এ প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে পারফর্ম করেন জায়েদ খান। তিনি একা নাচেন নি, সঙ্গে নাচিয়েছেন এক একঝাঁক আমেরিকান নারীদের।

ফ্লোরিডা থেকে জায়েদ খান জানান, তার সঙ্গে বাংলা গানে নেচেছেন আমেরিকান একঝাঁক নারী। এসময় তিনি ‘বিড়ি খাইলে হয় ক্যান্সার’, ‘অন্তর জ্বালা’, ‘ও আমার বন্ধু গো’, ‘হৃদয়ে আমার বাংলাদেশ’ গানগুলোতে পারফর্ম করেন। 

তিনি বলেন, প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে ফ্লোরিডা-তে পারফর্ম করেছি। এই অনুষ্ঠানের থিম ছিল নব্বই দশকের সিনেমা ও শিল্পী।

এখানে স্টেজে আমার সঙ্গে যারা পারফর্ম করেছে তারা সবাই আমেরিকান বংশোদ্ভুত মেয়ে। আমার সঙ্গে বাংলা গানে নেচেছে তারা। খুবই উপভোগ করছি। 

স্থানীয় সময় ৮ ফেব্রুয়ারি দুপুর থেকে রাত পর্যন্ত ‘একতারা বসন্ত উৎসব’ উদযাপিত হয়েছে।

উৎসবটির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জায়েদ খান ছাড়া আরো পারফর্ম করেছেন আলিফ আলাউদ্দিন, পারভেজ, ঋতুপর্ণা ব্যানার্জী, ডিজে রাহাত।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়