শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২২ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার অভিনেত্রী পপি ফাঁস করলেন বিস্ফোরক তথ্য, জানালেন প্রমাণসহ খুলনা যাওয়ার কারণ (ভিডিও)

দীর্ঘদিন অন্তরালে থাকার পর হঠাৎ কয়েকদিন আগে পারিবারিক জমিজমা সংক্রান্ত ব্যাপারে আলোচনায় উঠে আসেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। তার বিরুদ্ধে পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সংবাদের শিরোনামেও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।

এ ঘটনা নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী পপি। এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের কথা বলেছেন তিনি। তারপরই দুই ভাগে বিভক্ত হতে থাকেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। দেখা গেছে―কেউ দুঃখ প্রকাশ করেছেন পপির জন্য, আবার কেউ অভিনেত্রীর মা-বোনের অভিযোগ সত্য মনে করে নিয়েছেন।

এ পরিস্থতিতে কথা বলেছেন চিত্রনায়িকা পপি। একটি অডিও বার্তায় নতুন কিছু তথ্য জানান তিনি। এ অভিনেত্রী জানান, শুরুতেই তার নামে মিথ্যা খবর ছড়িয়েছে তার মা ও ভাই-বোন। সেসব তথ্য অস্বীকার করে তিনি বলেন, আমি বাবার জমি দখল করতে যাব কেন। আমি শিল্পী, আমি কি ভূমিদস্যু? আমি সেখানে গিয়েছি খুলনা ওয়াসার ডাকে। আমাকে তারা নোটিশ পাঠিয়েছিল বলে গিয়েছিলাম।

খুলনা ওয়াসার পাঠানো সেই নোটিশ চ্যানেল 24-কে পাঠিয়ে মুঠোফোনে পপি দুঃখ প্রকাশ করে বলেন, আমারই ভুল ছিল শুরুতে কিছু না বলে চুপ থাকা। চুপ থাকা তো অন্যায় কিছু নয়। কিন্তু এই চুপ থাকাকে দুর্বলতা মনে করছে সবাই। আমি তো এত নিচে নামতে শিখিনি। তো অনেকের মতো আজেবাজে ভাষা ব্যবহার বা নোংরামি করতে পারব না। ভুল আমারই ছিল, নিজের সর্বস্ব দিয়ে ভাই-বোনকে মানুষ করার চেষ্টা করেছি। এ দেখে অনেক সহকর্মী ও পরিচালকরা বলতেন, তুমি যা করছ তাতে মানুষ হবে না ওরা। শাবনূরের কথা মনে পড়ছে, আমাকে এই কথা একাধিকবার বলেছে সে। শাবনূর ঠিক ছিল, ভুল ছিলাম আমি। তাদের মানুষ করতে পারিনি।

এ অভিনেত্রী আরও বিস্ফোরক তথ্য দিয়ে বলেন, আমার বোন খেয়ালী আমার চাচির স্বামীকে বিয়ে করেছে, তাও সেই ব্যক্তি একজন হিন্দু ধর্মের মানুষ। যিনি স্মাগলিংয়ে জড়িত। তাকে সাপোর্ট করে আমার মা। আমার ভাইয়েরা আমার আলমারী ভেঙে একাধিকবার অর্থ নিয়েছে। এ নিয়ে রমনা থানায় জিডিও করেছি। আমার গায়েও হাত তুলেছে তারা। আমাকে খুন করে ফেলতেও চক্রান্ত করেছে। সবই মুখ বুঝে সহ্য করেছি। আর এখন নিজের টাকায় কেনা জমি ভোগ দখল করতে গিয়েছি, তাতেও বাধা দিচ্ছে তারা।

এছাড়াও এ চিত্রনায়িকা বলেন, কত দিনই-বা বেঁচে থাকব আর। যে ক’টা দিন বেঁচে থাকি অন্তত একটু ভালোভাবে বাঁচতে চাই। আল্লাহ খোদার নাম করতে চাই।

তার ভাষ্যমতে―শোবিজে আর ফিরতে চান না পপি। স্বামী-সন্তান নিয়ে ভালো আছেন এখন। স্বামীর বিরুদ্ধে তার মায়ের করা অভিযোগও অস্বীকার করেন। প্রাইভেসি নষ্ট করে স্বামী ও সন্তানের ছবি পাবলিক প্ল্যাটফর্মে প্রকাশের জন্য মা ও ভাই-বোনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান এ অভিনেত্রী। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়