শিরোনাম
◈ সরকার ও ছাত্রদের সঙ্গে যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপির ◈ এমবাপ্পের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখে রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশের জার্সিতে মার্চ মাসে মাঠে নামবেন লেস্টার সিটির হামজা চৌধুরী ◈ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই ◈ বিপিএলে স্টেডিয়াম ও আশপাশ থেকে ১৪৫০ কেজি ময়লা-আবর্জনা সংগ্রহ ◈ টিউলিপকে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা ◈ আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো: আজহারি ◈ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বসানোর কারণ কী? ◈ সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ানের মৃত্যু : তদন্তে যা বেরিয়ে এলো ◈ শেখ রাসেলকেও কেন হত্যা করতে হয়েছিল, কারণ জানালেন রাশেদ চৌধুরী (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০১:৫২ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভার্টিগো রোগে আক্রান্ত পরীমণি, জানালেন অসহায়ত্বের কথা!

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। স্ট্যাটাসে জানিয়েছেন, ভার্টিগো রোগের কারণে প্রায়ই নিজেকে অসহায় অনুভব করেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। বেশিক্ষণ স্থায়ী না হওয়া সে ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১।

মধ্যরাতে হওয়া এ ভূমিকম্প অনেকে অনুভব করেছেন আবার অনেকে ঘুমিয়ে থাকায় অনুভব করতে পারেননি। যারা অনুভব করতে পারেননি তাদেরই একজন পরীমণি। তবে ঘুমিয়ে থাকার কারণে নয়, ভার্টিগো রোগে আক্রান্ত হওয়ায় তিনি ভূমিকম্প অনুভব করতে পারেন না। 
 
ভূমিকম্পের এক ঘন্টা পর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরী ভূমিকম্প নিয়ে একটি স্ট্যাটাস দেন। জানান, জেগে থাকলেও ভূমিকম্প অনুভব করতে পারেন না তিনি। কারণ হিসেবে উল্লেখ করেন ভার্টিগো রোগের কথা।
 
নিজের অসুস্থতার কথা জানিয়ে স্ট্যাটাসে পরী লেখেন,‘আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়।
 
পরী আরও লেখেন, কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।
  
ভার্টিগো এমন অসুখ যে রোগে আক্রান্ত হলে রোগী সব সময় অনুভব করেন তার চারপাশের পরিবেশ নড়ছে বা ঘুরছে। অনেক সময় নিজের শরীরও নড়ছে, এমন বিভ্রম (গতির অনুভূতি) তৈরি হয়।
  
বাংলায় এ রোগকে বলে ‘ঘূর্ণিরোগ’। মস্তিষ্ক বা কানের সমস্যা থেকে এ রোগ হতে পারে বলে মনে করেন অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞরা।

এ রোগে আক্রান্ত হলে মাথা ঘোরা, বমি ভাব, কানে শো শো শব্দ শোনা, শারীরিক দুর্বলতা, হাঁটতে অসুবিধা হওয়া সহ নানা সমস্যার সম্মুখীন হন রোগী। তাই প্রায়ই এর চিকিৎসা নিতে হাসপাতালে ছুটতে হয় অভিনেত্রীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়