শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৫, ০৩:১৩ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফ আলী খানের নিরাপত্তায় আরেক বলিউড অভিনেতা

ভয়াবহ এক সপ্তাহ কাটিয়ে ঘরে ফিরেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বাড়িতে অনুপ্রবেশকারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে পাঁচ দিন ভর্তি ছিলেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। গত মঙ্গলবার বাড়ি ফেরার পর তাঁর ও পরিবারের নিরাপত্তা বাড়ানো হলো। সাইফ ও তাঁর পরিবারের ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়ার ভার নিয়েছে মুম্বাই পুলিশ। পাশাপাশি সাইফ নিরাপদ থাকতে সাহায্য চাইলেন ‘কেডি পাঠক’ হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেতা রণিত রায়ের।

আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, অভিনেতা সাইফ আলী খানকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে একজন পুলিশ কনস্টেবল সব সময় তাঁর সঙ্গে থাকবেন।

জনপ্রিয় টিভি শো আদালতের কেডি পাঠক চরিত্রে অভিনয় করে রণিত রায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর একটি সিকিউরিটি ফার্ম রয়েছে। এই প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান ও আমির খান। এবার সাইফ আলী খান তাঁর নিরাপত্তার জন্য দ্বারস্থ হলেন রণিত রয়ের।

এ বিষয়ে রণিতের কাছ থেকে তেমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা সাইফের সঙ্গে আছি। তিনি এখন ভালো আছেন। বাড়িতে আছেন।’

বর্তমানে সাইফ-কারিনা থাকছেন বান্দ্রার ‘ফরচুন হাইটসে’। কনিষ্ঠ সন্তান জেহের জন্মের আগে তাঁরা এই বাড়িতে থাকতেন। পরে বান্দ্রারই ‘সৎগুরু শরণ’ আবাসনে বসবাস শুরু করেন। দুই বাসার মধ্যে অবশ্য বেশি দূরত্ব নেই।

গত ১৫ জানুয়ারি রাত দেড়টার দিকে সাইফের বাড়িতে দুর্বৃত্তদের অনুপ্রবেশ ঘটে। সাইফ বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাতে আহত হন। গুরুতর আহতাবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সাইফ। চিকিৎসকেরা জানান, ঘাড় ও বাহুতে গুরুতর আঘাত ছিল। একটি ছুরিকাঘাত সাইফের স্পাইনাল কর্ড থেকে মাত্র দুই মিলিমিটার দূরে পড়েছিল। সাইফের শরীরে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়