শিরোনাম
◈ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক ◈ মধ্যরাতে প্রধান ফটকের তালা ভেঙে নীলক্ষেতে ইডেন কলেজের ছাত্রীরা (ভিডিও) ◈ সাত কলেজের ঘটনা ‘দুঃখজনক’, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান প্রো ভিসি ড. মামুনের ◈ ঢাবি-সাত কলেজ সংঘর্ষ, শিবির সভাপতির বক্তব্য ◈ সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার ◈ ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, নীলক্ষেত নিউমার্কেট এলাকা রণক্ষেত্র (ভিডিও) ◈ তাসকিনের রেকর্ড, আবারো রাজশাহীর কাছে রংপুর রাইডার্সের অপ্রত্যাশিত হার ◈ এস কে সুরের লকারে তল্লাশি: ডলার-ইউরো, স্বর্ণসহ আরও যা পাওয়া গেল ◈ নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, তা দু:খজনক : মেজর হাফিজ ◈ শাহবাগে মাদ্রাসার শিক্ষকদের লাঠিপেটা নিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার জানাজায় এসে চুরি গেল কন্ঠ শিল্পী মনির খানের আইফোন সহ ২টি মোবাইল  

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : বাবার জানাজায় অংশ নিতে নিজ জেলা ঝিনাইদহে এসে আইফোন চুরি হয়েছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর নিজ গ্রামে বাবা মাহবুব আলী খানের(১০০) জানাজায় নামাজ পড়ানো হয়।এসময় মনির খানের মোবাইল আইফোন চুরি হয়ে যায়।মোবাইল ফোন চুরি যাওয়ার ঘটনার  বিষয়টি নিশ্চিত করে জানান মনির খান গণমাধ্যম কর্মিদের কাছে।
 
মনির খান বলেন,বাবার লাশ সামনে। চোখের পানি থামছে না। বুকের মধ্যে সবসময় কষ্টের আর্তনাদ বইছে।সেই মুহুর্তে কিছু অসাধু,  সুযোগসন্ধানী চোর আমার ও ছেলের মোবাইল ফোন নিয়ে গেছে। চুরি হয়ে যাওয়া মোবাইলে অনেক পুরনো ফোন নম্বর রয়েছে। কিছু জায়গায় তথ্য দিয়েছি।

তিনি বলেন, যারা ফোন চুরি করতে পারে, তাদের ভিতরে অনেক ধরনের দুষ্টুমিও থাকতে পারে। দেশবাসীর কাছে আমার আহ্বান, যে ফোনটি চুরি হয়েছে, সেই নম্বর থেকে কল দিলে সতর্কতার সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, কণ্ঠশিল্পী মনির খানের পিতা মাহবুব আলী খান (১০০)মারা যায় গত ২১ জানুয়ারি মঙ্গলবার। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের  নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শতবর্ষী বয়স হলেও মনির খানের পিতা ছিলেন স্বাভাবিক ও সুস্থ। বার্ধক্যজনিত সে রকম কোনো অসুখ তার ছিল না। কান্নাজড়িত কণ্ঠে মনির গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার  বিকেল সাড়ে ৪টায় বাবা আমাদের রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।

মনির খান,গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন । অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী।

১৯৯৬ সালে একক অ্যালবাম "তোমার কোন দোষ নেই" দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। "প্রেমের তাজমহল"লাল দরিয়া"ও ‘দুই নয়নের আলো"সহ অনেক সিনেমায় গান করেছেন মনির খান।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়