শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০১:৪৯ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফ আলীকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক পুরস্কার পেলেন যত টাকা

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিনেতা সাইফ আলী খানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হামলার পর গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যার। তাই তড়িঘড়ি কোনোরকম এক অটোচালককে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। এবার নিজের কৃতকর্মের জন্য পুরস্কার পেলেন সেই অটোচালক।

ভারতীয় গণমাধ্যমে ভজন সিং নামে ওই অটোচালক বলেন, ওই রাতে এক মহিলা আমার অটো থামায়। পরে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সাইফের চোট এতটাই গুরুতর ছিল যে, কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না।

ওই অবস্থায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের থেকে কোনো টাকাও নেননি ভজন সিং। এমনকি সেই রাতে এমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরেও তার সঙ্গে কোনো যোগাযোগই করেননি কারিনা কাপুর বা তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, এই সাহসী কাজের জন্য অটোচালক ভজন সিংকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। তবে সেটা খান বা কাপুর পরিবারের তরফ থেকে নয়। বরং একটি সংস্থা থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে ভজনকে।

ওই সংস্থার পক্ষ থেকে অটোচালককে প্রায় ১১ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়া হয়েছে। কারণ সাইফকে হাসপাতালে নিয়ে যেতে আর একটু দেরি হলে অবস্থা খারাপ কিছুও হতে পারত বলেও মনে করছেন অনেকেই।

প্রসঙ্গত, গেল ১৫ জানুয়ারি গভীর রাতে সাইফ আলীর ওপর হামলা করা হয়। ছুরি দিয়ে ছয়বার কোপানো হয় অভিনেতাকে। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শঙ্কামুক্ত তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়