জান্নাতুল ফেরদৌস পিয়া একই সঙ্গে একজন বাংলাদেশি আইনজীবী মডেল এবং অভিনেত্রী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেশ আলোচিত ছিলেন এই মডেল।
সর্বশেষ ব্যারিস্টার সুমন প্রসঙ্গে পিয়া বলেন, ব্যারিস্টার সুমন ভাইয়ের সঙ্গে আমি কাজ করতাম, এখনো আমরা একই ফর্মে আছি এবং একই চেম্বারে আছি। আমি আগেও বলছিলাম এখনো বলছি তিনি খুব সৎ একজন মানুষ। উনি কী কী কাজ করেছেন, আপনারা সবাই দেখেছেন। আমার মনে হয় আমাদের একটু সময় নিয়ে অপেক্ষা করা উচিত বিচারের জন্য। দেখা যাক, যা হবে ভালোই হবে। সুমন ভাই আমার একজন কলিগ, সে ক্ষেত্রে যেভাবে তাকে সম্মান করা দরকার, উনার ভালোর জন্য চিন্তা করা দরকার এবং উনার অবর্তমানে উনার ফ্যামিলির কথা চিন্তা করা দরকার, আমি অবশ্যই সেটা করব।
সম্প্রতি তিনি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪-এ ‘দশকের মডেল’ খেতাবে সম্মানিত হয়েছেন। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪-কে ধন্যবাদ। আমাকে ‘দশকের মডেল’ খেতাব দিয়ে সম্মানিত করার জন্য। এই কৃতিত্ব শুধু উচ্চতা, গ্ল্যামার বা আবেগের ফল নয়, বরং নিবেদন, ধারাবাহিকতা, শিক্ষা, সময় ব্যবস্থাপনা এবং ইতিবাচক মনোভাব। যা আমাকে পথ দেখিয়েছে।”
নতুন যারা মিডিয়ায় আসতে চায় তাদের উদ্দেশে তিনি বলেন, ‘গ্ল্যামার সবসময় থাকবে না। সে ক্ষেত্রে পড়াশোনা, মোরাল এথিক্স খুব দরকার। জীবনে শর্টকাট বলতে কিছু নেই। মনে রাখতে হবে, আমি নিজে কী করছি আর কী করছি না। জোর করে ক্রিয়েটিভ কাজ বা যেকোনো কাজই হোক না করা যায় না। আপনি নিজে যদি মনে করেন, আমি যা করছি সেটা ঠিক আছে, তাহলে সেটাই করবেন। আশপাশের মানুষ কী ভাববে সেটা দেখার দরকার নেই। কাজের ক্ষেত্রে মানসিক শান্তিটাকে প্রাধান্য দেওয়া উচিত। কখনো ভাববেন না যে, আমি খুব অল্প সময়ে এতটুকু আসতে পেরেছি, তাহলে আমি অনেক দূর চলে যেতে পারবা।’
সবকিছু মেইনটেইন করে কাজ করাও একটা আর্ট। আমার অনেকগুলো প্রফেশন আছে, আমি একজন মা, আমি একজন মডেল, আমি বিজনেস করি, আমি আইনজীবী এবং উপস্থাপিকাও। আমি এত কিছু করতে পেরেছি এবং এগুলো করার সময় আমি আমার দক্ষতাও বাড়িয়েছি। শুধু কাজ করলেই হবে না। যেই কাজটা করবেন সেটায় দক্ষ হতে হবে। দক্ষতা না থাকলে কাজে আগানো যায় না।
তিনি আরও বলেন, জীবনে ক্যারিয়ার সবকিছু না। পরিবার সবকিছু। যারা মনে করেন, বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, বাচ্চা হলে ক্যারিয়ার থাকবে না। ক্যারিয়ার আজীবন থাকবে না, আপনার যখন ৪০-৪৫ বছর বয়স হয়ে যাবে, তখন কেউ আপনার দিকে তাকাবে না। তখন শুধু আপনার পাশে আপনার পরিবার থাকবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন, নিজেও ভালো থাকবেন।
এতকিছু একসঙ্গে মেইনটেইন করতে সমস্যা হয় কি না, জানতে চাইলে পিয়া বলেন, মেইনটেইন করতে আমার সমস্যা হয় না, কেউ যদি আট ঘণ্টা কাজ করে আমি ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করি। আমার এক দিনে তিন-চারটা স্যুট থাকে, আমি অনেক কাজ করি। তারপরও ভাবি, আমার বাসায় বাচ্চা আছে, পরিবার আছে। সূত্র : দেশরুপান্তর, কালেরকন্ঠ
আপনার মতামত লিখুন :