শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আশঙ্কামুক্ত’, সাইফ আলি খান নিরাপদে কারিনা কাপুর ও সন্তানেরা

বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তবে তাঁর স্ত্রী কারিনা কাপুর খান ও তাঁদের সন্তানরা নিরাপদে আছেন। সাইফকে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে। তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। এনডিটিভির খবরে এসব তথ্য জানা গেছে।

গতকাল বুধবার রাত আড়াইটার দিকে চুরির চেষ্টার সময় ঘটনাটি ঘটে। ঘরে ঢোকা চোরকে সাইফ আলি খান বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। তখন ছুরিকাঘাতে আহত হন তিনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সাইফের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাইফের হাতে আঘাতের কারণে অস্ত্রোপচার চলছে। কারিনা কাপুর খান ও তাঁদের দুই সন্তান নিরাপদে আছেন। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি এবং বিষয়টি নিয়ে কোনো গুজব না ছড়ানোর আহ্বান জানাচ্ছি। পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে।"

এ ঘটনায় বান্দ্রা থানায় এজাহার করা হয়েছে। পুলিশ বলছে, চোর একজনই ছিল এবং সে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে একজন আহত।

এদিকে ঘটনার সময় বন্ধু রিয়া কাপুর, সোনম কাপুর এবং বোন কারিশমা কাপুরের সঙ্গে ডিনারে ছিলেন কারিনা। করিশ্মা ডিনারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কারিশমা।

সম্প্রতি সন্তানদের নিয়ে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাইফ ও কারিনা। নববর্ষ উদ্‌যাপন শেষে তারা মুম্বাইয়ের বাড়িতে ফিরেন।

লীলাবতী হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, সাইফ আলি খানের আঘাত গুরুতর হলেও তিনি এখন আশঙ্কামুক্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়