শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০২:১৩ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকপ্রিয় নায়িকা শাবনূরের অনুরোধ

ঢালিউডের একসময়ের তুমুল দর্শকপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘ সময় ধরেই পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। পর্দার বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এ নায়িকা। সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে বেশ গ্ল্যামারাস রূপেই দেখা মেলে তার। 

যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রল করছেন অনেকেই। তবে বিতর্ক কিংবা ট্রল নিয়ে চুপ থাকেননি নায়িকা। মঙ্গলবার রাতে এই নিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি। তাতে শাবনূর লিখেন, অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি। কোনো অ্যাডমিন নিয়োগ দেইনি। আমার যখন যেটা ভালো লাগে, নিজের ব্যক্তিগত পছন্দ বা বিশেষ কোনো আনন্দ-বেদনার বিষয় থাকলে তা সবার সঙ্গে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি। যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই মন্তব্য করেন। 

এমনকি কেউ কেউ আমার ড্রেসআপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন। অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত এবং এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। শাবনূর ক্ষোভের সুরে বলেন, কে কী পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না! যদি আমার শেয়ারকৃত কিছু কারও ভালো না লাগে, তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু রিপিটেডলি আজেবাজে মন্তব্য যেন না করেন, তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি। এখানেই থামেননি অভিনেত্রী। 

তিনি অনুরোধ করে আরও বলেন, একান্তই যদি আমার কর্মকাণ্ড কারও পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন। অন্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আচার ব্যবহার, কথা বলার ভাষা, এইসব ব্যাপার আমাদের পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে। মন্তব্য করার ক্ষেত্রে আমরা যেন একে-অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়