শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০১:৪৮ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজার প্রেমে পড়লেন কেন, প্রশ্নের উত্তরে যা বললেন তাহসান

কদিন আগেই বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। বিয়ের পরপরই স্ত্রী রোজা আহমেদকে নিয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন এ সেলিব্রেটি।

ভক্তদের কৌতূহল মেটাতে নতুন গান ‘একা ঘর আমার’ র অনুষ্ঠানে সংবাদমাধ্যমে কথা বলেন তাহসান। উত্তর দেন সাংবাদিকদের নানা প্রশ্নের।

 তাহসান বলেন, আমার জীবন খুবই সাধারণ। বিয়ে করে দর্শকদের চমক দেইনি, বরং এটা আমার জীবনের একটা অংশ।
 
তাহসান আরও বলেন, যেহেতু আমি একজন সেলিব্রেটি, তাই দর্শকদের আমাকে নিয়ে আগ্রহ আছে, আমার ব্যক্তিগত জীবনে কী হয় জানতে চায়। তাই আমার বিয়ের কথা সবাইকে জানিয়েছি।
 
বিয়ের পর অনুভূতি কী এমন প্রশ্নের উত্তরে তাহসান একটু হেসেই বলেন, আসলে এ প্রশ্নের উত্তর অনেকভাবেই দেয়া যায়। আমাদের দেশের দর্শক কিন্তু রসবোধটা ঠিক নিতে পারে না। তাই এ প্রশ্নের উত্তরটা আমার যেভাবে দিলে মজা লাগতো, সেভাবে আমি দিতে পারছি না। তবে আমি বলব, বিয়ের অনুভূতিতা সত্যি অসাধারণ। এটা একটা আল্লাহর রহমত।
 
স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে তাহসান বলেন, আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি, যে আমার জীবনে হাসি আর সুখ নিয়ে এসেছে।

এরপর একটু মজা করেই তাহসান বলেন, ব্যক্তিগত জীবনে এমন অনেক ঘটনাই থাকে যা ক্যামেরার সামনে বলা রুচিশীল না। কেন তার (রোজা) প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি এটা আমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তাই আমি মেকি কোনো কথা আপনাদের শোনাতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, জীবন আসলেই সুন্দর। কারণ আমি তার দেখা পেয়েছি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়