শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৫, ১০:৫০ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী নিয়ে মক্কায় শাহরুখ খান! ‘ধর্ম বদল’ ও ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা শাহরুখ খানের কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে স্ত্রী গৌরী খান ও ছেলে আরিয়ান খানকে নিয়ে মক্কায় অবস্থান করছেন অভিনেতা। সৌদি আরবের পবিত্র মক্কায় তাদের অবস্থানকে কেন্দ্র করেই মূলত ছড়িয়ে পড়েছে ছবিটি। একইসঙ্গে গুঞ্জন ছড়িয়েছে―বিয়ের ৩৩ বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন শাহরুখপত্নী!

ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের মনে এ ধরনের প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আসলেই কি তাহলে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গৌরী? আসলে বিষয়টি তা নয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ছবিটি একদমই ভুয়া। গৌরী, আরিয়ান ও অভিনেতা ডিপফেকের শিকার।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ছবি ও ভিডিও তৈরি করে জন-সাধারণের মধ্যে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এমনকি এ ধরনের সাইবার অপরাধের মাধ্যমে মানুষের মনে ভয়ও বাড়িয়ে দিচ্ছে। এর আগে বলিউড তারকা আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, রাশমিকা মান্দানাকে নিয়েও এমন ষড়যন্ত্র করা হয়েছে।

এদিকে গৌরীকে ক্যারিয়ারের শুরুতে বিয়ে করেছেন অভিনেতা শাহরুখ খান। পরিবারের সিদ্ধান্তের বিপরীতে গিয়েই তারকার গলায় মালা দিয়েছিলেন গৌরী। ইন্ডাস্ট্রিতে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া চলতে থাকে, সেখানে এখনও অটুট তাদের সংসার। ২০০৫ সালে ‘কফি উইথ করণ’ শোয়ে সম্পর্কের ভারসাম্য নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তারকাপত্নী।

গৌরী তখন জানিয়েছিলেন, তাদের সম্পর্কে সবসময় ভারসাম্য থাকে। স্বামীর ধর্মীয় বিশ্বাসকে সম্মান করেন। তবে তার অর্থ এই নয় যে, নিজে ধর্ম পরিবর্তন করে মুসলিম হবেন। এতে বিশ্বাসী নন তিনি। প্রতিটি মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার রয়েছে। এতে পারস্পরিক সম্মান থাকা উচিত। তাদের তিন ছেলে-মেয়ে আরিয়ান, সুহানা ও আব্রামও এভাবে বেড়ে উঠেছেন। তারা যেমন ঈদ উদযাপন করেন, আবার দিওয়ালিও উদযাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়