অভিনেতা প্রবীর মিত্র আইসিইউতে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম। প্রবীর মিত্রের ছেলে সিফাত ইসলাম বলেন, ‘বাবার শরীরটা ভালো যাচ্ছে না। বয়সজনিত শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি করা হয়। সবাই বাবার জন্য দোয়া করবেন।