শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ১১:১৮ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে লুকিয়ে মুম্বাই ফিরলেন শাহরুখ খান!

কোলে পোষ্য। জোব্বা কালো হুডিতে ঢাকা মুখ। স্ত্রী গৌরী খান, দুই সন্তান সুহানা খান এবং অ্যাব্রাম খানকে নিয়ে প্রায় লুকিয়েই মুম্বাইতে ফিরলেন শাহরুখ খান। তবে পাপারাজ্জিদের লেন্সে বিশেষভাবে ধরা পড়লেন বচ্চন পরিবারের সদস্য অগস্ত্য নন্দা।

গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে একফ্রেমে বন্দি সকলে। আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত, অমিতাভের নাতি অগস্ত্যর প্রেমে যে একেবারে হাবুডুবু খাচ্ছেন শাহরুখকন্যা সুহানা।

সম্প্রতি আলিবাগের বাংলোয় সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানেই বাদশার পরিবারের সঙ্গে ছিলেন অগস্ত্যও। মাসখানেক আগেও আইপিএল চলাকালীন শাহরুখ অসুস্থ হয়ে পড়ায় সবসময়ে দায়িত্ববান বন্ধুর মতোই পাশে থেকেছেন অমিতাভের নাতি।

এদিকে কখনো বিদেশের মাটিতে রাতভর পার্টি, তো কখনো দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন, আবার কখনো রেস্তোরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনো একসঙ্গে আউটিং, বারবার একসঙ্গে দেখা গিয়েছে সুহানা-অগস্ত্যকে। বচ্চন পরিবারের সঙ্গে যে খান পরিবারের বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত হতে চলেছে, সেই জল্পনাকে আরও জোরদার করে দিল শাহরুখের সঙ্গে অগস্ত্যর মুম্বাইতে ফেরার ছবি। ফটোশিকারিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। মেয়ের বন্ধু অগস্ত্য সঙ্গী হওয়াতেই সম্ভবত সর্বাঙ্গ কালো পোশাকে ঢেকে জেটিতে করে আলিবাগ থেকে ফিরলেন বাদশাও। তেমনটাও মনে করছেন নেটপাড়ার একাংশ। রবিবাসরীয় সেই ভিডিও দেদার গতিতে ভাইরাল।

বিটাউনে কান পাতলেই সুহানা-অগস্ত্যর সম্পর্কের গুঞ্জন! দুই তারকাসন্তানের বন্ধুত্ব নাকি এতটাই গাঢ় যে, সেটা প্রেমে পরিণত হয়েছে। তাই তো বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টি থেকে আইপিএল ম্যাচের গ্যালারিতে মাঝেমধ্যেই শাহরুখকন্যার সঙ্গে দেখা যায় বচ্চন পরিবারের একমাত্র নাতি অগস্ত্য নন্দাকে। স্টারকিডরা মুখে কুলুপ আঁটলেও প্রেমের খবর কি আর চাপা থাকে? এবার শাহরুখদের আলিবাগের ছুটিতেও সঙ্গী অগস্ত্য। তাই কি বাদশা ফটোশিকারিদের লেন্সে মুখ দেখালেন না?

  • সর্বশেষ
  • জনপ্রিয়