শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:৫২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মাদককাণ্ডে জড়ানোর অভিযোগে নিয়ে যা বললেন তানজিন তিশা

সমালোচনার মুখে সম্প্রতি কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) ২৩তম বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিশা।

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত শতাধিক নাটকে অভিনয় করেছেন।অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সম্প্রতি মাদককাণ্ডে জড়ানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েন।তানজিন তিশাসহ চারজন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা করেছেন নেটিজেনরা।

তানজিন তিশার মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই, যে যাচাই-বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না।’

তিনি বলেন, ‘মাঝেমধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লেখেন তখন আপনাদের একটা বার মাথায় আসে না যে, একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে। যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে, তার সমাজ আছে, বাবা-মা আছে, ভাইবোন আছে।’

অভিনেত্রী বলেন, ‘আসলে তাদের ওপরে কী যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা বার চিন্তা করি, তাহলে অনেক নেগেটিভ হেডলাইন, অনেক নেগেটিভ নিউজ, অনেক কিছু আমরা আসলে আটকাতে পারবো।’

তিশা আরও বলেন, ‘একজন শিল্পী যখন নেতিবাচক শিরোনামের শিকার হন, তখন তার পরিবার ও সামাজিক জীবনে কী প্রভাব পড়ে, সেটা অনেকেই ভাবেন না। আমাদের উচিত এসবের প্রতি সংবেদনশীল হওয়া।’

অনুষ্ঠানে পাওয়া সিজেএফবি অ্যাওয়ার্ডটি তানজিন তিশা তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন। এ সময় আবেগতাড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি, এটা এখনও বিশ্বাস করতে খুব কষ্ট হয়। তবে এখন এটা শুনে শান্তি অনুভব করি এটা চিন্তা করে যে, বাবা হয়ত এখন বেঁচে থাকলে এ সামাজিক যোগাযোগ মাধ্যমের টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো। আমি আমার বাবাকে কখনও অ্যাওয়ার্ড উৎসর্গ করিনি। এই অ্যাওয়ার্ড বাবা তোমার জন্য।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়