শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪০ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী মৃত্যুর ঘটনায় পুলিশের চাঞ্চল্যকর তথ্য, ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন

‘পুষ্পা ২’ নিয়ে একের পর এক বিতর্কে রীতিমতো টালটামাল দক্ষিনের সুপারস্টার আল্লু অর্জুন। সিনেমাটির মুক্তির দিন প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে নারী ভক্তর মৃত্যুর জের ধরে ব্যাপক আলোচনায় অভিনেতা। একরাত জেলও খাটতে হয়েছে তাকে। তবে এবার আরও বিপাকে আল্লু অর্জুন।

রবিবার ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়িতে ভাঙচুর করে উন্মত্ত জনতা।

এদিকে আল্লু অর্জুন সম্পর্কে তেলেঙ্গানার বিধানসভায় হইচই হয়েছে। নাম প্রকাশ না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আননেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তার দাবি, পদপিষ্ট নারীর মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, ‘এবার সিনেমা হিট।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সম্প্রতি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছিলেন, পুলিশের অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনার পরও তিনি প্রেক্ষাগৃহ থেকে বের হতে চাইছিলেন না। পুলিশকেই বাধ্য হয়ে দক্ষিণী সুপারস্টারকে থিয়েটার থেকে বের করে আনতে হয়।

রবিবার পদপিষ্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর দাবিতেই একপ্রকার নিজেদের অবস্থান রাখলো হায়দরাবাদ পুলিশ।

পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে আনা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, আল্লুকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে প্রেক্ষাগৃহ থেকে বের করছে পুলিশ। এর আগে অভিনেতা পুলিশের জেরায় দাবি করেছিলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি ওই হল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে ওই ভিডিও অনুযায়ী, সেদিন মাঝরাত অবধি ঘটনাস্থলেই ছিলেন আল্লু অর্জুন। বারবার পুলিশের অনুরোধ সত্ত্বেও তিনি বের হতে চাননি।

সেই ভিডিওতেই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা আগেভাগেই প্রেক্ষাগৃহের ম্যানেজমেন্ট কমিটির কাছে লিখিতভাবে নির্দেশ দিয়েছিলেন, আল্লু অর্জুন যেন না আসেন। তবে প্রিমিয়ারে আসার পুলিশি ছাড়পত্র না পেয়েও সেদিন সেখানে গিয়েছিলেন অভিনেতা। 

পুলিশের দাবি, পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে রাত ৯.৪৫ মিনিটের দিকে। সেই পরিস্থিতি সামাল দিতে যখন হলে বাইরে নাকাল পুলিশ, তখন চিক্কাড়পল্লীর এসিপি প্রথম আল্লু অর্জুনকে খবরটা দেওয়ার চেষ্টা করেন। তবে সন্ধ্যা হল কমিটি তাকে অভিনেতার কাছে পৌঁছাতে দেননি। তখন রাত ১০.৪৫। দক্ষিণী সুপারস্টার বের হতে না চাওয়ায় তার ম্যানেজারকে বোঝানো হয় যে একজন নারীর মৃত্যু হয়েছে। এরপরই হল ছাড়েন ‘পুষ্পা’খ্যাত এই তারকা। 

এদিকে, রবিবার (২২ ডিসেম্বর) ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। বিক্ষোভ প্রদর্শনের সেই ভিডিও ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ১ কোটি টাকা ‘ক্ষতিপূরণ’ চেয়ে আল্লু অর্জুনের কুশপুত্তলিকা পোড়াতে দেখা গেল বিক্ষুব্ধদের। এদিন দুপুরে দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনে ঢিল ছুঁড়ে, টব ভেঙে একেবারে তছনছ করে দেওয়া হয় প্রবেশপথ। শুধু তাই নয়, মৃত সেই নারীর পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়