শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০১:২৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’

আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ আবদুল হাদী, খুরশিদ আলম

মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের খ্যাতিমান কন্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও খুরশিদ আলম। আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তিতে এক জমজমাট আয়োজনে তাদেরকে এই সম্মাননা প্রদান করা হবে।

এইদিন বিকাল ৪টায় কারওয়ান বাজার ‘ন্যাশনাল লাইফ ইনসুরেন্স ভবন ‘এন এল আই ’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রতিবারের মতো এবার ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২৩’ প্রদান করা হবে।

জানা গেছে, অনুষ্ঠানে সঙ্গীতাঙ্গনের প্রায় অর্ধশত তারকাশিল্পী উপস্থিত হয়ে পারফরম্যান্স করবেন। তাদের মধ্যে , সৈয়দ আবদুল হাদী, খুরশিদ আলম, ফকির শাহাবুদ্দীন, রিজিয়া পারভীন ,শাহনাজ বেলী, এস এম শফি, স্বীকৃতি, সুমি শবনম, সোহেল মেহেদী, তাহরিমা বতুল রিভা, তাবিজ ফারুক, তাজুল ইসলাম, নেহা, নাসির, সুস্মিতা সুলতানা শম্প , রবিন আহমেদ, জাবুল ইসলাম, নওশীন মনজুর, ক্লোজআপ তারকা নোলক বাবু, শাহনাজ বাবুসহ অনেকে।

এবারের ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ (আজীবন) সম্মাননা পাচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও খুরশিদ আলম। এ ছাড়া আরও অনেক গুনীজন স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান জালাল আহমেদ। মহতি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কজিম উদ্দিন ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন,সৈয়দ কামরুজ্জামান জুবেদ ব্যাবস্থাপনা পরিচালক রুপসী বাংলা সিটি লিঃ, গীতিকার শহিদুল্লাহ ফরায়জী, নায়ক কায়েস আরজু,, মাসুদুর রহমান মিলকী, সাবেক কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, মোহাম্মদ ইকবাল হোসেন,ডেপুটি কম্পোট্রোলার এন্ড অডিটর জেনারেল (প্রসিডিউর), সাঈদ মোহাম্মদ আসাদুজ্জামান , অনশ্বর ও গল্পঘরের প্রধান সম্পাদক সাইফুল ফারুকী, সহ সাংস্কৃতিক অংগনের বিশিষ্ট জনেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়