বিজয় দিবসের কনসার্টে গানের চেয়ে বেশি নাচে আলোচনায় এসেছেন দেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান জেফার রহমান। ফ্যাশনেবল লুক ও প্রাণবন্ত নাচে দর্শকদের মুগ্ধ করলেও সমালোচনার তীর এড়াতে পারেননি। ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক।
পরনে গাঢ় সবুজ শাড়ি, গায়ে মেরুন রঙের ব্লাউজ। গলায় নেকলেস, কপালে টিপ। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। এমন লুকে, মাইক্রোফোন হাতে ‘বসন্ত বাতাসে’ শিরোনামের গান গাইছেন আলোচিত গায়িকা জেফার। আর গানের তালে নাচছেন এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।
জানা যায়, বিজয় দিবসে রাজধানীতে অনুষ্ঠিত হয় ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে কনসার্ট। এ মঞ্চে গানের চেয়ে অধিক নেচেই আলোচনার জন্ম দিয়েছেন জেফার। এ নিয়ে দারুণ সমালোচনার মুখেও পড়েছেন তিনি। ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে চোখ রাখলেই তা স্পষ্ট।
শামীম রহমান লিখেন, ‘গান কম শুনছি, পাঙ্গাশ মাছের পেটি দেখছি বেশি, অসাম।’
একজন লিখেন, ‘সাউন্ডবক্সে গান বাজিয়ে যদি কনসার্টে গানই শোনাতে হয়, তাহলে জেফারকে আনা হয়েছে শুধু নাচ দেখানোর জন্যই?‘ অন্য আরেকজন লিখেন, ‘অটো টিউন শিল্পীরা লাইভে এমনই গাইবে।’
ফেসবুক ব্যবহারকারী আরেকজন লিখেছেন, ‘কনসার্টে ধরা খেলেন জেফার নিজের গলায় গান না গেয়ে স্টেজে শুধুই নাচানাচি। তবে কি এতদিন দর্শকদের ধোকা দিয়ে চলেছেন জেফার।’
এর উত্তরে আরেকজন লিখেছেন, হাসি পাইলো খুব আপনার কমেন্ট দেখে। আপনি হয়তো জানেন না, এসব কনসার্ট আগে থেকে ভয়েজ রেকর্ড করা থাকে।’
২০১১ সালে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে ইউটিউবে প্রকাশ করে সাড়া ফেলেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী জেফার রহমান। বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান জেফার। পরবর্তীতে ইউটিউব থেকে স্টেজ শোয়ে পা রাখেন। স্বকীয় গায়কি আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সহজেই সবার থেকে আলাদা হয়েছেন তিনি। নেমেসিস, ওয়ারফেইজ, অর্থহীন-এর মতো দেশের বড় বড় ব্যান্ডগুলোর সঙ্গে অসংখ্য স্টেজ শো করেছেন জেফার।
আপনার মতামত লিখুন :