শিরোনাম
◈ আইজকে থিক্যা সব হিসাব কিতাব তুই দিবি, যদি না দ্যাস, তোরে কিন্তু একদম : চাপাতি হাতে সন্ত্রাসী ◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৪ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফা কবির-তানজিন তিশাদের নিয়ে যা হচ্ছে তা ইতরামি: আব্দুন নূর তুষার

সাফা কবীর, তানজিন তিশা, সুনিধি নায়েক, টয়াদের নিয়ে যা হচ্ছে তা একপ্রকার ইতরামি বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও উপস্থাপক আব্দুন নূর তুষার। শুধু অভিযোগের ভিত্তিতে পাবললিকুলি কাউকে হেয় করাটাও গুরুতর অন্যায় বলে মনে করেন তিনি। 

শুক্রবার সামাজিক মাধ্যমে এসব কথা জানান শুভেচ্ছা খ্যাত উপস্থাপক আব্দুন নূর তুষার।

তুষার বলেন, সাফা কবীর টয়া সুনিধি নায়েক আর তানজিন তিশাকে নিয়ে যা শুরু হয়েছে সেটা একটা ইতরামি। এই ভন্ড সমাজে কোনও বৃহৎ পেইন স্পেশালিস্ট ডাক্তার - কোন চ‍্যানেলের প্রধান ব‍্যক্তি - আর কোন বিরাট ব‍্যবসায়ী অথবা বিখ‍্যাত চিত্রপরিচালক গাঞ্জাওয়ালা পরিবারের সদস‍্য সেটা নিয়ে গবেষণা করেন। তারা পুরুষ নাকি তারা ক্ষমতাবান?  কোনটার জন‍্য তাদের বিষয়ে কথা বলা যাবে না? 

আব্দুন নূর তুষার প্রশ্ন তুলে বলেন, আমি একজনকে চিনি যিনি কেকের মধ‍্যে গাঞ্জা ভরে হ‍্যাশ ব্রাউনি খেয়ে বাথরুমে আছাড় খেয়েছিলেন। আরেকজনকে চিনি দুধের মধ‍্যে গা ঞ্জা সিদ্ধ করে সেবন করতেন। দেশের এক বিখ‍্যাত চিকিৎসক নেতা তো গাঞ্জা ডাইল একসাথে সেবন করতো। কই - এদের নিয়ে আপনাদের মাথাব‍্যাথা নাই কেন? এদের নিয়ে এসব সংবাদ উদ্দেশ‍্যপ্রণোদিত। 

কেবল অভিযোগের ভিত্তিতে এমন সংবাদ পরিবেশন করার বিরুদ্ধে তিনি। বললেন, যে কোনও আসক্তকে এমনিতেও কেবল অভিযোগের ভিত্তিতে এভাবে পাবলিক হিউমিলিয়েশন করা আন এথিকাল ও চিকিৎসার দৃষ্টিভঙ্গি থেকেও অন‍্যায়। আমি মাদকের বিরুদ্ধে কাজ করি আঠারো বছর বয়স থেকে। যে কোনও ব‍্যক্তিকে এভাবে অপমাণিত অভিযোগ নিয়ে সংবাদের মাধ‍্যমে হেয় করা যায় না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়