শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফা কবির-তানজিন তিশাদের নিয়ে যা হচ্ছে তা ইতরামি: আব্দুন নূর তুষার

সাফা কবীর, তানজিন তিশা, সুনিধি নায়েক, টয়াদের নিয়ে যা হচ্ছে তা একপ্রকার ইতরামি বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও উপস্থাপক আব্দুন নূর তুষার। শুধু অভিযোগের ভিত্তিতে পাবললিকুলি কাউকে হেয় করাটাও গুরুতর অন্যায় বলে মনে করেন তিনি। 

শুক্রবার সামাজিক মাধ্যমে এসব কথা জানান শুভেচ্ছা খ্যাত উপস্থাপক আব্দুন নূর তুষার।

তুষার বলেন, সাফা কবীর টয়া সুনিধি নায়েক আর তানজিন তিশাকে নিয়ে যা শুরু হয়েছে সেটা একটা ইতরামি। এই ভন্ড সমাজে কোনও বৃহৎ পেইন স্পেশালিস্ট ডাক্তার - কোন চ‍্যানেলের প্রধান ব‍্যক্তি - আর কোন বিরাট ব‍্যবসায়ী অথবা বিখ‍্যাত চিত্রপরিচালক গাঞ্জাওয়ালা পরিবারের সদস‍্য সেটা নিয়ে গবেষণা করেন। তারা পুরুষ নাকি তারা ক্ষমতাবান?  কোনটার জন‍্য তাদের বিষয়ে কথা বলা যাবে না? 

আব্দুন নূর তুষার প্রশ্ন তুলে বলেন, আমি একজনকে চিনি যিনি কেকের মধ‍্যে গাঞ্জা ভরে হ‍্যাশ ব্রাউনি খেয়ে বাথরুমে আছাড় খেয়েছিলেন। আরেকজনকে চিনি দুধের মধ‍্যে গা ঞ্জা সিদ্ধ করে সেবন করতেন। দেশের এক বিখ‍্যাত চিকিৎসক নেতা তো গাঞ্জা ডাইল একসাথে সেবন করতো। কই - এদের নিয়ে আপনাদের মাথাব‍্যাথা নাই কেন? এদের নিয়ে এসব সংবাদ উদ্দেশ‍্যপ্রণোদিত। 

কেবল অভিযোগের ভিত্তিতে এমন সংবাদ পরিবেশন করার বিরুদ্ধে তিনি। বললেন, যে কোনও আসক্তকে এমনিতেও কেবল অভিযোগের ভিত্তিতে এভাবে পাবলিক হিউমিলিয়েশন করা আন এথিকাল ও চিকিৎসার দৃষ্টিভঙ্গি থেকেও অন‍্যায়। আমি মাদকের বিরুদ্ধে কাজ করি আঠারো বছর বয়স থেকে। যে কোনও ব‍্যক্তিকে এভাবে অপমাণিত অভিযোগ নিয়ে সংবাদের মাধ‍্যমে হেয় করা যায় না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়