শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৩ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম স্ত্রীর মামলায় ১০ টাকা জরিমানা উদিত নারায়ণের

উদিত নারায়ণ

নব্বই দশকে সুরের জাদুতে বলিউডের সংগীতে রাজ করেছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। আজও তার গানগুলো শোনা যায় মানুষের মুখে মুখে। আর সেই শিল্পীকে নাকি জরিমানা গুনতে হয়েছে, তাও আবার মাত্র ১০ টাকা!

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহার কোর্টে উদিতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে শেষ শুনানির দিন হাজির হননি তিনি। মূলত এই অপরাধেই উদিতকে ১০ টাকা জরিমানা করেছেন আদালত।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে গায়কের নামে একটি মামলা দায়ের করেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা। তাদের পুরোনো বৈবাহিক সম্পর্ক ঠিক করার জন্য এবং বৈবাহিক জীবন কাটানোর জন্য এই মামলা দায়ের করা হয়েছিল বলে জানান রঞ্জনার আইনজীবী অজয় কুমার।

সোমবার (১৬ ডিসেম্বর) এই মামলার চূড়ান্ত শুনানির দিন দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে গায়ক নিজে তো হাজির ছিলেনই না, এমনকি তার পক্ষ থেকে অন্য কেউ জবাব দেননি। বিহারের সেই পারিবারিক কোর্টের বিচারপতি রাহুল উপাধ্যায় এদিন ১০ টাকার জরিমানা করেন উদিত নারায়ণকে এবং আগামী ২৮ জানুয়ারির মধ্যে তাকে জবাব দেওয়ার সুযোগ দেন।

কিন্তু কেন আবারও বৈবাহিক জীবন কাটাতে চান রঞ্জনা? তার কথায়, তিনি এখন বৃদ্ধ এবং অসুস্থ। তাই তিনি এখন তার স্বামী উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। তিনি আদালতের উপর আস্থা রাখছেন বলেও জানান। যদিও এখনও গায়কের তরফে কিছুই জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়