শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বরবাদ’ ফার্স্টলুকে শাকিব খান হাজির হলেন গ্যাংস্টার বেশে (ভিডিও)

দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। ভক্তরা তাকে ভালোবেসে ‘কিং খান’, ‘বস’, ‘নবাব’-সহ একাধিক উপাধিতে ভূষিত করেছে। সবসময় নতুনত্ব ও চমক দিয়ে বড় পর্দায় হাজির হন ঢাকাই সিনেমার এ মেগাস্টার। এবার প্রকাশ পেলো তার নতুন সিনেমা ‘বরবাদ’র ফার্স্ট লুক। ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

বুধবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় সিনেমাটির প্রথম ঝলক। এর আগে, দুপুরে রাজধানীর এক হোটেলে জমকালো এক আয়োজনে পোস্টারটি প্রকাশ হয়। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

ফার্স্ট লুকে দেখা যায়, দাউ দাউ করে পুড়ছে নগর। পোড়া শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। আর রক্তে মাখা বিলাসবহুল গাড়ির উপর গ্যাংস্টারের বেশে পিস্তল হাতে সুপারস্টার শাকিব খান। এমন আবহই ফুটে উঠেছে ‘বরবাদ’-এর মোশন পোস্টারে। বোঝা যাচ্ছে সিনেমাটি অ্যাকশন জনরার হতে যাচ্ছে।

শাকিব খান বলেন, সিনেমাটি আমার আগের সব ছবিকে ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।

‘প্রিয়তমা’র পর দ্বিতীয়বার ইধিকা পালের সাথে জুটি বাধবেন শাকিব খান। এছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে টলিউড নায়িকা নুসরাত জাহানকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়