শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবসে ১০  বীর মুক্তিযোদ্ধাকে চ্যানেল আইয়ের সম্মাননা 

মনিরুল ইসলাম  : ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না’ লাল সবুজকে বুকে ধারণ করে মহান বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই আয়োজন করে স্মরণে বরণে বিজয় দিবস অনুষ্ঠানের। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা এবং রঙিন বেলুন ওড়ে আকাশে। অণিমা রায় এবং তার সংগঠন সুর বিহারের শিল্পীরা দেশের গান করেন- দুর্গমগীরি কান্তার মরু দুস্তর... বীর মুক্তিযোদ্ধা শিল্পী লীনু বিল্লাহ সহ তরুণ প্রজন্মের শিল্পী তিন্নী, এবং বাপ্পীর পরিবেশনায় মেতে ওঠে অনুষ্ঠান। 

বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের ফসল আমাদের বিজয়। দেশের বিভিন্ন প্রান্তে এখনো অনেক মুক্তিযোদ্ধা অসহায়ভাবে জীবন যাপন করছেন, তাদেরকে খুঁজে বের করে সহযোগিতা করার প্রয়োজন বোধ করি। 

আরও বক্তব্য রাখেন, ইমপ্রেস লি. চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হরুনুর রশীদ। দেশের বিভিন্ন প্রান্তের দশজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরিফ জিন্নাহ, বাবুল মগ, মো. সফিউদ্দিন হাওলাদার, মো. রেজাউল করিম ভূঁইয়া, মো. আলি দর্জি, মো. সেকেন্দার আলী, মোহাম্মদ আবদুর রশীদ, আসাদ উল্লাহ, সামসুদ্দিন আহমেদ, মোহাম্মদ লেয়াকত আলী চৌধুরী-কে ৫০ হাজার টাকা করে সম্মানী, ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

 অনুষ্ঠানে চিত্রশিল্পী মনিরুজ্জামান এবং আবদুল মান্নান তাদের তুলি আঁচড়ে মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন। আবৃত্তি করেন শিমুল পারভীন এবং আহসানউল্লাহ তমাল। অনুষ্ঠানের সমাপ্তি হয় ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের মাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়